নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

Our sweetest songs are those that tell of saddest thought (Shelly).

রূপক বিধৌত সাধু

মন রে, কৃষিকাজ জানো না; এমন মানবজমিন রইলো পতিত আবাদ করলে ফলত সোনা! রামপ্রসাদ সেন ([email protected])

রূপক বিধৌত সাধু › বিস্তারিত পোস্টঃ

ছাইদানি

১৭ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৮:১০

সাজানো-গোছানো প্রাসাদের কারুকার্য ঝাড়বাতি,
তার ঠিক নিচেই বসানো ছিল
ডাইনিং টেবিল একখানি।
সবকিছুই ছিল অনাড়ম্বর,
তবুও একখানি পেয়ালা
তুলেছিল হৃদয়ে দুর্দম ঝড়।
"পেয়ালাটি ছাইদানি হিসেবেই ছিল",
জনৈক কর্মচারী উদ্ধৃতি দিল।
পেয়ালায় চিত্রায়িত দৃশ্য-প্রেক্ষাপট,
অভিনব নাটকের সারমর্মী দৃশ্যপট।
যদিও ছিল না কোন ছাই পেয়ালাতে,
কর্মচারী বলেছিল, "দৃশ্যের মর্মার্থ নিদারুণ।"
তাই ছাই হিসেবে ফেলেছে সকলেই মিলে।
কয়েকজন মিলে একটা সংঘবদ্ধ দল
বেশ ঝাঁকালো পোষাকে ছিল তারা।
বংশীবাদকের চিত্রিত সে বাঁশি
চিরকাল বাজবে, যতকাল রবে এই ছাইদানি।
ছাইদানি বইবে সাক্ষীর কর্ম,
যা আসলে ইতিহাসেরই ধর্ম।
যারা নৃত্যে ব্যস্ত ছিল,
তারাও যে রবে চিরন্তন।
প্রণয়বেলাও রয়েছে সে দৃশ্যে,
যেন বা চাতক-চাতকীর মতো
শেষ হবে না কখনো অপেক্ষার পালা।
পাশেই বসা এক পরিণয় ব্যর্থ যুবক,
তারও আছে বিষাদ-জ্বালা, অনন্ত-অসীম শোক।

৩ ফাল্গুন ১৪২৫ বঙ্গাব্দ
গাজীপুর।

মন্তব্য ১৮ টি রেটিং +৩/-০

মন্তব্য (১৮) মন্তব্য লিখুন

১| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৮:১৭

মাহমুদুর রহমান বলেছেন: সহজ সরল কবিতা।

১৭ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৮:২২

রূপক বিধৌত সাধু বলেছেন: ঠিক।

২| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৮:১৮

চাঁদগাজী বলেছেন:


জারবাতি-<ঝাড়বাতি?

১৭ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৮:৪৩

রূপক বিধৌত সাধু বলেছেন: সংশোধিত।

৩| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৮:২০

চাঁদগাজী বলেছেন:


অনুবাদ, নাকি আপনার মৌলিক ধারণা?

১৭ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৮:৪৫

রূপক বিধৌত সাধু বলেছেন: ঠিক অনুবাদ নয়, তবে অনুপ্রাণিত।

৪| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৮:৪৬

চাঁদগাজী বলেছেন:


খুবই ভালো লেগেছে, আরো কয়েকবার পড়বো।

১৭ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৯:০২

রূপক বিধৌত সাধু বলেছেন: শামসুর রাহমানের 'একটি ফটোগ্রাফ' নামে একটা কবিতা আছে, ওটাও পড়ে দেখতে পারেন। আশা করি ভালো লাগবে।

৫| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৮:৪৭

রাজীব নুর বলেছেন: আমার আফসোস লাগে আমি কেন এরকম সুন্দর কবিতা লিখতে পারি না!!!

১৭ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৯:০৪

রূপক বিধৌত সাধু বলেছেন: কবিতা লেখা তো বড় কথা না, বড় কথা হলো, ঠিকমতো মনোভাব ব্যক্ত হলো কী না সেটা নির্ণয় করা।

৬| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৯:২৫

রাকু হাসান বলেছেন:

ভালো লেগেছে আপনার রুপকধর্মী কবিতা ।

১৭ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৯:৫৭

রূপক বিধৌত সাধু বলেছেন: অনেককাল কোন কবিতা পোস্ট দেওয়া হয় না, দিলাম আজকে। খুব ভালো লাগলো আপনার মন্তব্যটা পেয়ে।

৭| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১২:১৬

পদাতিক চৌধুরি বলেছেন: বাহা ! আপনার রূপক আশ্রিত কবিতাটি ভীষণ ভালো লাগলো । ++++
একটা জায়গায় একটু কনফিউশন হচ্ছে, ষষ্ঠ লাইনে দুর্মর ঝড় হলে দুর্মর মানে কি ঠিক স্পষ্ট হলো না । তা যদি না হয় তাহলে দুর্দম ঝড় হবে কিনা ..

শ্রদ্ধা ও শুভকামনা প্রিয় দাদাকে।

১৮ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১২:২৩

রূপক বিধৌত সাধু বলেছেন: দুর্দম শব্দটাই যথোচিত, সংশোধন করে নিলাম। কৃতজ্ঞতা এবং এক আকাশ ভালোবাসা জানবেন।

৮| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ১:২৭

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: অসাধারণ লিখেছেন কবি

১৮ ই ফেব্রুয়ারি, ২০১৯ বিকাল ৩:০৪

রূপক বিধৌত সাধু বলেছেন: আপনার মন্তব্যে প্রীত হলাম। শুভকামনা রইলো।

৯| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৯ বিকাল ৩:৫২

নীলপরি বলেছেন: ভীষণ ভালো শব্দ চয়ন ।

শুভকামনা

২৩ শে ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৮:৩৬

রূপক বিধৌত সাধু বলেছেন: আমারও তাই মনে হয়।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.