নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

Our sweetest songs are those that tell of saddest thought (Shelly).

রূপক বিধৌত সাধু

মন রে, কৃষিকাজ জানো না; এমন মানবজমিন রইল পতিত আবাদ করলে ফলত সোনা! রামপ্রসাদ সেন ([email protected])

রূপক বিধৌত সাধু › বিস্তারিত পোস্টঃ

রূপকথা নয়, জীবনের গল্প বলো

১৭ ই মে, ২০২৪ রাত ১০:৩২


রূপকথার কাহিনী শুনেছি অনেক,
সেসবে এখন আর কৌতূহল নাই;
জীবন কণ্টকশয্যা- কেড়েছে আবেগ;
ভাই শত্রু, শত্রু এখন আপন ভাই।
ফুলবন জ্বলেপুড়ে হয়ে গেছে ছাই,
সুনীল আকাশে সহসা জমেছে মেঘ-
বৃষ্টি হয়ে নামবে সে; এও টের পাই
রাস্তায় দাঁড়িয়ে হাজারও মোনাফেক,
আলুপোড়া খেতে এরা হয়েছে হাজির,
অন্যের অনিষ্ট দেখে বুঝি তৃপ্তি পায়;
পৃথিবী ধ্বংস হলেও এরা ধীরস্থির-
নিজেদের স্বার্থেরই জয়গান গায়।
রূপকথা ফাঁদে, প্রমোদে উন্মত্ত থাকে।
এসব রোচে না মোটে; আমি সর্বদাই
জীবন সংগ্রামের কাহিনী শুনতে চাই;
লড়তে চাই ডিঙিয়ে ভীত জনতাকে।
বন্ধুর পথে হেঁটেছে যারা পায়ে দলে
পথে বিছানো কণ্টক, তাদের প্রণাম;
তাদের বীরত্ব আমায় এ কথাই বলে,
"অগ্রসর হও, হবেই সফলকাম।"
আমি তাদের কথাই শুনব এখন,
তাদের দেখানো পথই আসল পথ;
দিবাস্বপ্ন ছেড়ে বাস্তবে নিমগ্ন মন-
এ পথের শেষেই তো সোনালি ভবিষ্যৎ।

৩ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ
ওয়ারলেস, মহাখালী, ঢাকা।

মন্তব্য ১৬ টি রেটিং +৬/-০

মন্তব্য (১৬) মন্তব্য লিখুন

১| ১৭ ই মে, ২০২৪ রাত ১০:৪৩

ইসিয়াক বলেছেন:
জীবন সংগ্রামের কাহিনী শুনতে চাই;
লড়তে চাই ডিঙিয়ে ভীত জনতাকে।
বন্ধুর পথে হেঁটেছে যারা পায়ে দলে
পথে বিছানো কণ্টক, তাদের প্রণাম;
তাদের বীরত্ব আমায় এ কথাই বলে,
"অগ্রসর হও, হবেই সফলকাম।
দূর্দান্ত।

আমরা করবো জয়।

১৭ ই মে, ২০২৪ রাত ১০:৫৮

রূপক বিধৌত সাধু বলেছেন: জি অবশ্যই।

২| ১৭ ই মে, ২০২৪ রাত ১১:২২

সাইফুলসাইফসাই বলেছেন: চমৎকার!

১৭ ই মে, ২০২৪ রাত ১১:৩১

রূপক বিধৌত সাধু বলেছেন: ধন্যবাদ। শুভেচ্ছা জানবেন।

৩| ১৮ ই মে, ২০২৪ বিকাল ৪:২১

করুণাধারা বলেছেন: বেশ ভালো কবিতা লিখেছেন।

১৯ শে মে, ২০২৪ রাত ১২:৪০

রূপক বিধৌত সাধু বলেছেন: শুভেচ্ছা জানবেন।

৪| ১৮ ই মে, ২০২৪ বিকাল ৫:৫৩

খায়রুল আহসান বলেছেন: চমৎকার কবিতা লিখেছেন। আশা জাগানিয়া কবিতা। + +

"জীবন কণ্টকশয্যা, কেড়েছে আবেগ" - বর্তমান জাতীয় জীবনের সঠিক প্রতিফলন।

"সুনীল আকাশে সহসা জমেছে মেঘ-
বৃষ্টি হয়ে নামবে সে; এও টের পাই"
- কবিদের অন্তর্দৃষ্টি সুদূর প্রসারিত।

১৯ শে মে, ২০২৪ রাত ১২:৪২

রূপক বিধৌত সাধু বলেছেন: প্রীতি ও শুভেচ্ছা রইল।

৫| ১৮ ই মে, ২০২৪ সন্ধ্যা ৬:০১

প্রামানিক বলেছেন: ভালো লাগল

১৯ শে মে, ২০২৪ রাত ১২:৩৯

রূপক বিধৌত সাধু বলেছেন: জেনে প্রীত হলাম।

৬| ১৮ ই মে, ২০২৪ রাত ৮:৪২

ঢাবিয়ান বলেছেন: কবিতায় ++

১৯ শে মে, ২০২৪ রাত ১২:৩৯

রূপক বিধৌত সাধু বলেছেন: অনেক অনেক ধন্যবাদ।

৭| ১৮ ই মে, ২০২৪ রাত ১০:৫৫

জ্যাক স্মিথ বলেছেন: কবিতার মধ্যে কঠিন বাস্তবতা ফুঁটে উঠেছে।

১৯ শে মে, ২০২৪ রাত ১২:৩৯

রূপক বিধৌত সাধু বলেছেন: জীবন মানেই এক সংগ্রাম।

৮| ১৮ ই মে, ২০২৪ রাত ১১:৩০

কাছের-মানুষ বলেছেন: কবিতাটি ভাল লিখেছেন। দারুন।

১৯ শে মে, ২০২৪ রাত ১২:৩৮

রূপক বিধৌত সাধু বলেছেন: অশেষ কৃতজ্ঞতা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.