| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কারাপশন
দীর্ঘ সময় লাইনে থেকে
আমি করছি অপেক্ষা,
টিকিট শুধু একটি ট্রেনের
টিকিটের আশায়।
ঘণ্টা চারি লাইনে থেকে
হৈ -হুল্লোড় সব সহ্য করে,
বুকভরা ব্যাথা নিয়ে
ফিরি নিরাশ, বেদনায়।
এরই মাঝে দেখতে পেলাম
এক বিশাল হাঙ্গামা,
একটু পরই জানতে পেলাম
আসল ঘটনাটা ।
সাধারন লোকদের বলে
টিকিট নাইরে আর,
ওপর মহলের লোক এলে হায়
কদর বাড়ে তার!
বেইনসাফি আর কালোবাজারি
ছেয়ে গেছে ভাই,
সাধারন মানুষ ভাবছি এখন
কবে যে মুক্তি পাই???
(
চোরের মায়ের বড় গলা
নতুন কথা নয়,
প্রবাদ বাক্য বারে বারে
সত্যি যে তাই হয়।
শূন্য হাতে ফিরে এলাম
নিয়ে দুঃখ ভরা মন,
বাসায় ফিরে বলছি যে তাই
বাহবা,বাহবা কারাপশন!!!
২|
০৭ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১০:০৮
রুপম চৌধুরী বলেছেন: ধন্যবাদ। চেস্টা থাকবে।
©somewhere in net ltd.
১|
০৭ ই ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ৯:৩১
নিলু বলেছেন: প্রবাদ সব সময় সত্য কথা , লিখে যান