| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
চলতে চলতে হঠাৎ ই ছন্দপতন। পাইতে গিয়েও যেন হারিয়ে ফেলা। এটাই কি তবে বাস্তবতা!!! যদি হয় বাস্তবতা তাইলে আমি মেনে নিব, মানে মেনে নিতে বাধ্য । হয়ত আর বাস্তবে নয় ,কবিতার প্রতিটা লাইনে লাইনে ,প্রতিটা ছন্দে ছন্দে ফুটিয়ে তুলব সেই তোমাকে । বাস্তবে না হলেও কল্পনার আঙ্গিনায় প্রতিটি বাঁকে বাঁকে ভেসে বেড়াবে সেই তুমি,স্মৃতির আকাশের সব মেঘ জমা হয়ে বৃষ্টির মত ঝরে পড়বে তোমার অগুনিত হাজার স্মৃতিগুলো ।কল্পনার সব রং গুলো আরও ঘনীভূত হয়ে নীল আকার ধারন করবে।হয়ত এই আমি একাই দাড়িয়ে জ্যোৎস্না রাতে চাঁদ দেখব,একাই বৃষ্টিতে ভিজব। হয়ত বা অপূরণীয় স্বপ্নগুলো স্বপ্নই থেকে যাবে।তাতে কি!!! হয়ত তোমার স্মৃতির মিনার থেকে ভেসে আসবে তোমার সেই আবেগি কথাগুলি "ভালবাসি, তোমাকে অনেক ভালবাসি"। তখনো আমি ধরে নিব তুমি আছ আমার হৃদয়ে। অনেক কিছুই জানার ইচ্ছা ছিল
কিন্তু সব ইচ্ছাই যেন আজ মরে গেছে। চক্রাকারে ঘুরতে ঘুরতে শেষ পর্যন্ত শিকড়ে ফিরে আসতে হয়।হয়ত তুমি আর ফিরে আসবে না,চাঁদনী রাতে আর কোনদিন আমায় গান শুনাবে না,হয়ত মাঝরাতে সপ্ন দেখে আর কোনদিন জানতে চাইবে না আমি সুস্থ আছি কি না!!! সময়ের বিবর্তনে হয়ত হারিয়ে যাবে আমার এই দীর্ঘ ইতিহাস।বর্তমানের বেড়াজালে আবদ্ধ জীবন হয়তো ভুলে যাবে তার সব অতীতকে। হয়ত নিজেকে সুখী রাখতে খুব বেশি ব্যাস্ত হয়ে পড়বে। আর তখন বেদনার নীল রঙ দূরে ঠেলে আমি একটু সস্থির নিঃশ্বাস ফেলব তুমি ভাল আছ
বলে।। শূন্যতার উপর ভর করে,কল্পনার ডানা মেলে আমি হয়ত ফিরে যাব সেই আমার আগের সপ্নিল দিনগুলিতে ।
তুমি এলে তাই ভালবাসা হল,তুমি এলে তাই আমার ফাগুনে বসন্ত এল।সৌরভ রাশি রাশি ,প্রানের আকুতি নিয়ে বলছি......ভালবাসি, তোমাকে ভালবাসি।যাহোক আজ সবই কেবল স্মৃতি।যেখানেই থাকো ভাল থেকো।আমার চোখের প্রতি ফুটা অশ্রু তোমার জন্য আশীর্বাদ হয়ে আসুক। তোমার দ্বার সবসময় আমার জন্য খোলা থাকবে চিরকাল। বিদায় বন্ধু।
""" ভালবাসা চিরস্থায়ী হোক """
©somewhere in net ltd.