নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

রুপম চৌধুরী

রুপম চৌধুরী › বিস্তারিত পোস্টঃ

রষ্ট্রভাষা বাংলা চাই

২০ শে ফেব্রুয়ারি, ২০১৫ ভোর ৪:১৪

"রাষ্ট্রভাষা বাংলা চাই,মানতে হবে-দিতে হবে
এক স্লোগানে মুখরিত,আকাশে বাতাসে ধ্বনিত।"
বাংলা আমার মায়ের ভাষা ,বাংলা আমার মুখের ভাষা,
প্ল্যাকার্ড,ফেস্টুন ও কাগজে আঁকা,রক্তাত্ত শার্টে লিখা।

"পশ্চিমা চক্রীদের চক্ষুশূল আমাদের এই মাতৃভাষা
উর্দু,উর্দু ছাড়া হবে না-ক পাকিস্তানের রাষ্ট্রভাষা !!!"
কাফের কা বাচ্চা কাফের এই অপবাদে ঢাকা
শান্তিপ্রিয় মানুষের উপর,অদ্ভুদ উর্দুকে চাপাল তারা।

খাঁদাবোঁচার মত সভা সেমিনারে চক্রীদের বক্তৃতা
"উর্দু,উর্দুই হবে পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা "!!!
না,না করে প্রতিবাদ করি ছাত্র -শিক্ষকসহ আপাময় জনতা
'তখনও উর্দুই হবে রাষ্ট্রভাষা,এই খোয়াবে মগ্ন তারা!!'

মায়ের মত ভাষার বুকে নির্মম ছুরি চালনা
সহ্য করতে পারেনি বাঙালি,তাই আজ প্রতিবাদি তারা।
২১ফেব্রুয়ারি ঢাঃবিঃ ক্যাম্পাসে উত্তেজনা বাড়ে
১৪৪ ধারা হয়েছিল জারি,সারা ঢাকা শহর জুড়ে।

বাঙালি মানে না পরাজয়,মানে না-কো বাধা
ভঙ্গ করল ৪৪ ধারা,রক্ত ঝরাল তারা।।
সালাম,বরকত,রফিক,জব্বার ও নাম না জানা কত
স্বাক্ষর করলেন চিরনিদ্রার চুক্তিতে,হল না তারা নত।।

কত না চোখ রাঙ্গানো,কত না নির্যাতন ...
রুখতে পারেনি বাঙ্গালিদের,দমাতে পারেনি আন্দোলন ।
কুঠিয়াল হয়ে রক্ত চুষেছে,হিংস্র হায়েনার মত
শিকারির ন্যায় গুলি চালিয়েছে,মেরেছে পাখির মত।

দেখেছে সারা বিশ্ববাসী,কেঁদেছে জাতি কত...
ধিক্কার দিয়েছে ভাষাপ্রেমী,সভ্য জাতি শত।
জীবন দিয়ে বাঁচাল যারা বাংলাভাষার মান
তাঁদের সম্মানে আন্তঃমাতৃভাষা দিবস (বাংলা)ইউনিয়েস্কর অবদান...।।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.