নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

রুপম চৌধুরী

রুপম চৌধুরী › বিস্তারিত পোস্টঃ

বিবেকহীন

১৭ ই আগস্ট, ২০১৬ রাত ১০:৪২

রুগ্ন শরীরে ভগ্ন গলায় কহিল রিকশাচালক
"আমি গরিব,ভিখারি নই,সৃষ্টি করেছেন প্রতিপালক "।
আমিও মানুষ,অমানুষ নই,ঘামে ভেজা জীবন আমার
স্রস্টার রায়ে এ দশা আমার,সমাজে নিম্নতর।
তোমার মত একটি সন্তানের জনক আমিও বাছা ওরে
পাঁচ টাকার দায়ে বাবার গালে তুমি চড় মেরে গেলে!
আমার মত শ্রমিকের টাকায় তোমার জীবন চলে
আচরণে আজি আমার অন্ধ দৃষ্টি আরেকবার খুলে দিলে।
জানি উঁচুতলার মানুষ তুমি,উপরে তোমার বাস
দারিদ্র্যের কষাঘাতে নিষ্পেষিত আমি,নিঁচু তেই আবাস।
ভাগ্যের জোরে আজ তুমি বিত্তশালী,সমাজে পেয়েছ মান
দৈন্যের দায়ে আমি বিত্তহীন,আমার কি নাই মান-সম্মান?
জীবন তোমায় দিয়েছে ঐশ্বর্য-প্রাচুর্যেভরা লোভাতুর মন
বড় বড় ডিগ্রী করেছে তোমায় বিবেকহীন,পাষাণ।
আভিজাত্যের পরতে পরতে তোমার হাজার টাকার খেলা
কেন তবে আজ গরিবের উপর এমন নির্মমতার মেলা!
সম্পদে তুমি হয়েছো বড়লোক,মনে তে বড় নয়
ধিক্কার তোমার সেই শিক্ষাকে,যাতে পাষাণ হতে হয়।।

মন্তব্য ৩ টি রেটিং +০/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ১৮ ই আগস্ট, ২০১৬ রাত ১২:১৯

অসমাপ্ত কাব্য 21 বলেছেন: কবি কারিগরের নিপুঁন শিল্পের আঁচড়ে রাবিদ্রীক প্রভাবটাই ফুটে উঠেছে !

২| ১৮ ই আগস্ট, ২০১৬ ভোর ৬:৫৪

শুভ্র বিকেল বলেছেন: অনেক সুন্দর। শুভেচ্ছা জানবেন।

৩| ১৮ ই আগস্ট, ২০১৬ রাত ১০:৫৫

রুপম চৌধুরী বলেছেন: ধন্যবাদ। আশীর্বাদ প্রত্যাশিত। @শুভ্র বিকেল

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.