| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আর কত খেলা খেলতে চাও তুমি?
আর কত বার তোমার ভাবনায় ডুবাতে চাও তুমি?
আর কত সমুদ্র দেখতে চাও আমার অশ্রুজলে?
আর কতটা হৃদয়ক্ষরণ হলে তাকে ভালবাসা বলে!
ভালবাসা কতটুকু গভীর হলে মানুষ নিরবে কাঁদে?
ভাললাগা কতটুকু স্থায়ী হলে তাকে ভালবাসা বলে!
কান্নার জল কতটুকু নীল হলে তাকে বেদনা বলে?
বেদনার রং কতটুকু গাঢ় হলে তোমার হৃদয় গলে!
বিদীর্ণ হৃদয় কতটুকু খাক হলে তাতে ঘৃণা জমে?
বিশ্বাসঘাতকতা কতটুকু হলে প্রিয়া থেকে রাক্ষসী ডাকে!
নিদ্রাহীনতা কতটুকু হলে মানুষ ইনসোমনিয়ায় ভূগে?
ইনসোমনিয়ার তীব্রতা কতটুকু হলে মানুষ প্রলাপ বকে!
প্রলাপের মাত্রা কতটুকু হলে তাকে বদ্ধ পাগল বলে?
পাগলামীর তীব্রতা কতটুকু হলে তাকে পাগলা গারদে রাখে!
আজ তোমার ইচ্ছাগুলি হঠাত ই ঢেকেছে প্রতারণার চাদরে
খন্ড-বিখন্ড রায় অসম্ভব পূর্ণতায় ভাসিয়েছে বিপরীত স্রোতে!
প্রতারণার বিষাক্ত ছোবল হৃদয় কে ভেঙে করেছে চুরমার
নির্মমতার তীক্ষ্ণ ফলা তে স্বপ্নগুলি দ্বিখণ্ডিত করেছ বারবার।
হাজার দিনের জমানো পাহাড়সম ভালবাসাকে নিমিষেই করেছ
অস্বীকার
স্বার্থের কাছে হার মেনেছে তোমার সুকোমল সব অংগীকার!
আলতোভাবে বুকে টেনে মহুর্তেই করেছো আপদ-বিদায়
তবুও কি পেরেছো ভূলে যেতে,নির্মম এই বাস্তবতায়?
পারবে কি কখনো মুছে দিতে এই ক্ষতস্থানের দাগটুকু?
কাফনের কাপড় ছাড়া ঢাকবে না চিহ্ন,বৃথা চেস্টা শুধু।
চাইব না তোমাকে নিজের করে পেতে আর জিবনে আমি
পরাজিত হবে অনুভূতিহীনতাতোমার,আমি নিশ্চিত জানি।।
©somewhere in net ltd.