নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আওয়ামী লীগ জনগণের জন্য কাজ করে,............।

আমি একজন ছাএ

রূপসা ০০৭

আমি একজন ছাএ

রূপসা ০০৭ › বিস্তারিত পোস্টঃ

বিতর্কিত হত্যাকাণ্ড -ব্লগার রাজীব (থাবা বাবা)

২৭ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:০৮

শাহবাগ আন্দোলনের অন্যতম পথিকৃৎ ব্লগার রাজীব গত ১৫ ফেব্রুয়ারি রাতে মিরপুরের পলাশনগরে খুন হন। রাজীব খুন হওয়ার পর ব্লগে ও ফেসবুকে তাঁর সম্পর্কে প্রচার চালানো হয়, তিনি ধর্মীয় অনুভূতিতে আঘাত করে লিখতেন। বিডিনিউজ খবর দিয়েছে, ‘নূরানীচাপা ডট ওয়ার্ডপ্রেস ডটকম’ (nuranichapa.wordpress.com) নামে একটি ব্যক্তিগত ব্লগকে রাজীবের ছদ্মনাম ‘থাবা বাবা’ বলে উপস্থাপন করা হয়েছে এসব পোস্টে। ‘থাবা বাবা’ নামে রাজীব বিভিন্ন ব্লগে লিখতেন। রাজীবের ব্যক্তিগত ওই ব্লগ ঘেঁটে দেখা গেছে, ওই ব্লগে মোট পোস্ট ছিল ১৯টি, যেগুলো লেখা হয়েছে ২০১২ সালের ১৮ জুন থেকে ২ অক্টোবর পর্যন্ত। নূরানী চাপা নামের সাইটটিতে প্রথম ভিজিট করা হয় গত ১৫ ফেব্রুয়ারি। এই দিন রাতেই নিজ বাসার সামনে রাজীবকে হত্যা করা হয়। দুই ঘণ্টার মধ্যে ভিজিটের সংখ্যা দাঁড়ায় ৬০ হাজারের বেশি। তাহলে এখানে একটা প্রশ্ন কি আসেনা যে, শুধু বাংলাদেশে কেন বিশ্বের কোটি কোটি ইন্টারনেট ব্যবহারকারির চোখ ফাঁকি দিয়ে কিভাবে এটা এতদিন অতিক্রম করল? তার এই ইসলাম বিরোধী লেখা এত দিন কি কারো চোখে পড়ল না? বিএনপি নেতা সাদেক হোসেন খোকা গতকাল তার একটা বিবৃতিতে বলেছেন, “ইসলাম ও নবীজি সম্পর্কে কটূক্তি করার পরও ব্লগার রাজীব এতদিন কিভাবে বেঁচে ছিল সেটাই অবাক করার বিষয়” (পড়ুন অনলাইন জরিপ-“দৈনিক আমাদের সময়” পত্রিকা তারিখঃ ২৭ ফেব্রুয়ারি ২০১৩ লিঙ্কঃ Click This Link)। অনলাইন ট্রাফিক ও পর্যবেক্ষণ সাইট এ্যালেক্সায়ও ১৫ ফেব্রুয়ারির আগে এই সাইটিতে ভিজিট করার কোন তথ্য নেই। তবে গত কয়েকদিনে বাংলাদেশে এই সাইটের ট্রাফিক সিরিয়াল ১৩৭ দেখানো হয়েছে। সর্বপ্রথম রাজীবের নামে ‘নূরানী চাপা সমগ্রের’ লিঙ্ক প্রকাশ করে পাকিস্তানের একটি ওয়েবসাইট। defence.pk/forums/bangladesh-defence/235241-blogger-thaba-baba-murdered.html এই লিঙ্কে প্রকাশিত খবরে রাজীবের খুনের খবরের পাশাপাশি তাঁকে ‘নূরানী চাপা সমগ্রের’ লেখক হিসেবে উল্লেখ করা হয়। ওই পোস্টটি প্রকাশ করা হয়েছিল রাজীব হত্যার দুই ঘণ্টার মধ্যে। রাজিব খুন হল বাংলাদেশে আর তার খুনের খবর প্রথম প্রকাশ করে পাকিস্তান এটা কিভাবে সম্ভব? তাহলে কি এটা একটা দল বা গোষ্ঠীর পরিকল্পিত ঘটনা? প্রযুক্তিবিদরা বলছেন, বিতর্কিত লেখাগুলো রাজীব হায়দারের নয়। আন্তর্জাতিক ওয়েবসাইট পর্যবেক্ষণ প্রতিষ্ঠান কোয়ান্টকাস্টের দেয়া তথ্যেও এই প্রমাণ মিলেছে।

মন্তব্য ৬ টি রেটিং +১/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:১৪

সাদনান সারওয়াত বলেছেন: তাইলে কি কেস টা ইন্টারন্যাশনাল????

২| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:১৪

মাহমুদুর রহমান সুজন বলেছেন: এই যুক্তি মানতে পারিনা ভাই সেই যদি হবে তাইলে আমার ব্লগে 'লাড়াইদে 'যেই লেখাটা এইটা কোন সময়কার একটু যদি বলতেন তাইলে হয়তো মনে করতাম এই লেখকের পিছনে ষড়যন্ত্র আছে।
যাই হোক যার যার কর্মের বিচার তারি হবে।

৩| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:১৯

অপর্না হালদার বলেছেন: জয় বাংলা ।

৪| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:২১

কে বা কারা বলেছেন: ভাইজান, আপনি নিজেই পরীক্ষা করেন না ব্লগটা কবেকার তৈরি। শুধু গুগলে গিয়ে inurl:http://nuranichapa.wordpress.com লিখে সার্চ দিন।

৫| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:২৩

মির্জা জুনায়েদ বলেছেন: ব্লগ এর কথা না হই বাদ দিলাম কিন্তু থাবা বাবা নামে তার ফেসবুক প্রফাইল এ তার পোষ্ট গুলা কি কেউ দেখসে না?? ওখানেও তো ধর্মীয় অনুভূতিতে আঘাত করে এমন অনেক লিখ আছে।

৬| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:২৮

সরোজ রিক্ত বলেছেন: আপনারা পারেনও। এতো মিথ্যা বলেন কিভাবে? শূন্য আরন্যককে জিজ্ঞেস করেন ঐ লেখাগুলো থাবা বাবার কিনা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.