![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বর্তমানে আমাদের দেশে বিরোধী রাজনৈতিক দলের অবস্থা এমন হয়েছে যে তারা কথায় কথায়, উঠতে বসতে হরতালের ডাক দেয়। হরতাল দেশের অর্থনৈতিক উন্নয়নের প্রধান অন্তরায়। রাজনৈতিক বিরোধকে কেন্দ্র করে কথায় কথায় হরতাল অভ্যাসে পরিনত হয়েছে। এর থেকে বিকল্প কিছু না ভাবলে দারিদ্র বিমোচনের চ্যালেঞ্জ ব্যর্থ হতে বাধ্য। মুখ থুবড়ে পড়বে দেশের অর্থনীতি। আলোচনা বা অন্য কোন উপায়ে রাজনৈতিক সমস্যার সমাধানে পথ বের করতে হবে রাজনৈতিক নেতাদের। হরতাল দাবি আদায়ের মাধ্যম হতে পারে না। বিরোধীদল ক্ষমতায় যাওয়ার জন্য হরতাল দিয়ে দেশের জনগণকে নিয়ে ছিনিমিনি খেলছে। ঘন ঘন হরতালের কারনে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে গার্মেন্টস শিল্প। বিদেশি ক্রেতারা এ শিল্পের দিক থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে। এতে দরিদ্র জনগোষ্ঠী আরো বেশি দরিদ্রতার সম্মুখীন হচ্ছে। হরতাল দিয়ে কখনোই কেউ ক্ষমতায় যেতে পারেনি, ক্ষমতায় যেতে প্রয়োজন জনমতের। সেই জনগনের রক্তে হোলি খেলে রাজনৈতিক দলগুলো নিজেদের ভোট বাক্সে পেরেক ঠুকছে। বর্তমানে বিরোধীদল হরতাল দিয়ে শুধু দেশের জনগণকে জিম্মি করে রাখেনি, উন্নয়নের সকল পথকে করছে বাধাগ্রস্ত। একটা স্বাধীন দেশে বিরোধীদলের কাছ থেকে এ ধরনের কর্মকাণ্ড কারোরই কাম্য নয়।
©somewhere in net ltd.
১|
১৮ ই এপ্রিল, ২০১৩ দুপুর ২:৪৭
রাইসুল সাগর বলেছেন: সহমত।