নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আওয়ামী লীগ জনগণের জন্য কাজ করে,............।

আমি একজন ছাএ

রূপসা ০০৭

আমি একজন ছাএ

রূপসা ০০৭ › বিস্তারিত পোস্টঃ

এক যুগ পর আলোর মুখ দেখছে বাংলাদেশ গেমস।

২১ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৪:১১

অনেক জল্পনা-কল্পনা, শঙ্কা পেছনে ফেলে জাঁকালো উদ্বোধনের মাধ্যমে পর্দা উঠল দেশের সর্ববৃহৎ ক্রীড়া আসর ৮ম বাংলাদেশ গেমসের। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে শনিবার ডিজিটাল বোর্ডে স্বাক্ষরের মাধ্যমে গেমসের আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় দেশের ক্রীড়াঙ্গনে প্রথম সংযোজন এ ডিজিটাল স্বাক্ষর পুরো স্টেডিয়ামে লেজার লাইট শোর মাধ্যমে ভেসে ওঠে। বর্ণিল আলোয় আলোকিত হয় পুরো স্টেডিয়াম। গ্যালারিপূর্ণ ২৬ হাজার দর্শক ও ক্রীড়াবিদদের মুহুর্মুহু করতালি ও উল্লাসে উৎসবমুখর পরিবেশ বিরাজ করে। আজ থেকে শুরু হবে ৩১টি ডিসিপ্লিনের খেলা। ২৮ এপ্রিল পর্যন্ত অনুষ্ঠেয় আসরে ৩৪৬ ইভেন্ট ৩৪৬টি স্বর্ণ, সম সংখ্যক রৌপ্য, ৪৭৭ ব্রোঞ্জসহ ১১৬৯টি পদকের জন্য লড়বেন ৬৮৫৫ জন ক্রীড়াবিদ। প্রতি চার বছর পর পর হওয়ার কথা। ১৯৭৮ সালের ১৫-১৯ মার্চ হয়েছিল প্রথম আসর। তখন নাম ছিল বাংলাদেশ অলিম্পিক গেমস। এরপর নাম পরিবর্তিত হয়ে ২-৫ মার্চ ১৯৮০ সালে বসে দ্বিতীয় আসর। ১৯৮৪ সালের ৩-৮ মার্চ তৃতীয়, ১৯৮৮ সালের ২৩-৩০ ডিসেম্বর চতুর্থ, ১৯৯২ সালের ১৮-২৫ ডিসেম্বর পঞ্চম এবং ১৯৯৬ সালে ১৮-২৫ ডিসেম্বর ষষ্ঠ আসর অনুষ্ঠিত হয়। এরপর ধারাবাহিকতা থাকেনি। ছয় বছর পর ২০০২ সালে সর্বশেষ সপ্তম আসর হয়ে অতল গহব্বরে হারিয়ে যায়। সর্বশেষ আসরে দলগত চ্যাম্পিয়ন আনসার ও রানার্সআপ ছিল বিজেএমসি। আনসার পেয়েছিল ৬৫টি স্বর্ণ, ৬১টি রৌপ্য ও ৬৪টি ব্রোঞ্জপদক। ৪৮টি স্বর্ণ, ৩১টি রৌপ্য, ২১টি ব্রোঞ্জপদক নিয়ে দ্বিতীয় হয়েছিল বিজেএমসি। এবারও পদক লড়াইয়ে অবতীর্ণ হবে এ দুই প্রতিদ্বন্দ্বী। সেনাবাহিনী ৪১টি স্বর্ণ, ৩৮টি রৌপ্য ও ৩৯ ব্রোঞ্জ নিয়ে তৃতীয় হয়েছিল। মোটি ২৭টি ভেনুতে খেলা হবে। ঢাকার বাইরে একমাত্র ভেন্যু বগুড়া শহীদ চান্দু স্টেডিয়ামে হবে ক্রিকেট। ক্রীড়া আসর মানেই উৎসব। এ উৎসবকে ঘিরে এরই মধ্যে বাংলাদেশ অলিম্পিক এ্যাসোসিয়েশন (বিওএ) সকল প্রস্তুত্তি সম্পন্ন করেছে। নেয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। বিভিন্ন ডিসপ্লে, নৃত্য, সঙ্গীত ও দেশের খেলাধুলার ঐতিহ্য তুলে ধরতে স্টেডিয়াম মাতাবেন ছয় শত পারফরমার। আছে আতশবাজিসহ মনোমুগ্ধকর দৃশ্য। সবকিছুকে ছাপিয়ে উৎসবের এ আমেজ ছড়িয়ে পড়ুক ক্রীড়াবিদদের মধ্যে। তবে সব কথার শেষ কথা হল এসবই সম্ভব হয়েছে বর্তমান সরকারের একান্ত প্রচেষ্টা এবং স্বদিচ্ছার ফলে।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.