![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বিদ্যুৎখাতে বর্তমান সরকারের সফলতা।
বাংলাদেশে বিদ্যুৎ উৎপাদনের ইতিহাসে দেখা যায় ১৯৪৭ সালের পূর্বপর্যন্ত শাসন কর্তারা মূলত প্রাইভেট সেক্টরে বিদ্যুৎ উৎপাদন করতো যা ১৭টি প্রাদেশিক রাজ্যে সীমিত আকারে ব্যবহৃত হত। সর্বমোট উৎপাদন ক্ষমতা ছিল সর্বোচ্চ ১৭ মে:ও:। পাবলিক সেক্টরে প্রথম বিদ্যুৎ কেন্দ্র স্থাপিত হয় ১৯৬০ সালে সিদ্ধিরগঞ্জে (স্টীম টারবাইন)। পরবর্তীতে একে একে আরও বিদ্যুৎ কেন্দ্র স্থাপিত হয়। ১৯৬২ সালে ৪০ মে:ও: ক্ষমতা নিয়ে স্থাপিত হয় কাপ্তাই জল বিদ্যুৎ। এর ক্ষমতা আরও বাড়িয়ে ১৯৮৮ সালে দাঁড়ায় ২২০ মে:ও:। বর্তমান সরকার ২০০৯ সালে যখন দায়িত্ব গ্রহণ করে তখন দেশে বিদ্যুৎ সংকট চরম পর্যায়ে পৌঁছায়। ২০০৯ সালে বিদ্যুৎ প্ল্যান্টগুলোর বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা ছিল ৪৯৩১ মেঃ ওঃ। সে বছর সেচ মওসুম এবং গ্রীষ্মকালে বিদ্যুৎ উৎপাদন চাহিদার তুলনায় কম হওয়ায় বিদ্যুৎ খাতের অবস্থা ছিল চরম নাজুক। গত ৪ বছরে বিদ্যুৎ উৎপাদন বেড়েছে ৮৫%। উন্নত ব্যবস্থাপনার মাধ্যমে উৎপাদন ক্ষমতা গত ৪ বছরে ৬৫০০ মে:ও: হয়েছে। রেন্টাল বিদ্যুৎ কেন্দ্র স্থাপিত না হলে কোন কোন জায়গায় লোডশেডিংয়ের হার হতো ১২-১৬ ঘন্টা। বিগত চারদলীয় সরকারের আমলে বিদ্যুৎ ক্ষেত্রে কোন অগ্রগতি না হওয়ায় ২০০৫ সালে বেগম খালেদা জিয়া কুইক রেন্টাল সিস্টেমে বিদ্যুৎ উৎপাদনের সিদ্ধান্ত নেন। ৫০টি প্ল্যান্টের সিদ্ধান্ত চুড়ান্ত হয় যার একটিও বাস্তবায়নের প্রক্রিয়া চুড়ান্ত করতে তারা সক্ষম হয়নি। বিগত সরকার ক্ষমতায় থাকাকালীন বিদ্যুতের উন্নয়নের নামে খাম্বা সরবরাহ করে হাজার হাজার কোটি কোটি টাকা লুটে, পুটে খেয়েছে। ইতিমধ্যেই সরকার ২৪ লাখ নতুন সংযোগ দিয়েছেন। কৃষিতে বাম্পার ফলন এবং খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জনের যে পথ প্রসারিত হয়েছে, গার্মেন্টস শিল্প সহ অন্যান্য শিল্পে উৎপাদন বৃদ্ধি এবং বৈদেশিক রপ্তানীতে রেকর্ড স্থাপন এসব সাফল্যের জন্য নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহে সরকারের গৃহীত পদক্ষেপ গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। অপ্রয়োজনীয় ব্যবহারের কারণে বিদ্যুৎ অপচয় হয়, কারিগরী সিস্টেম লস, দূর্ণীতির কারণে সিস্টেম লস, নগরায়ন ও শিল্পায়নের ফলে চাহিদা বেড়েই চলেছে। চাহিদা অনুযায়ী বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে সরকার স্বল্প, মধ্য ও দীর্ঘ মেয়াদী পরিকল্পনা গ্রহণ করে বাস্তবায়ন করতে যাচ্ছে। বিদ্যুৎ নিয়ে আমরা যে সাময়িক সংকটে পড়েছিলাম তা ধীরে ধীরে কাটিয়ে উঠবো। আমরা আশাবাদী যে খুব নিকট ভবিষ্যতেই বাংলাদেশে বিদ্যুৎ সঙ্কট থাকবে না।
©somewhere in net ltd.