![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
স্বাধীন বাংলাদেশ রাষ্ট্র প্রতিষ্ঠার পর প্রায় চার দশকেও কোন শিক্ষানীতি সম্ভব হয়নি। বর্তমান সরকার জাতীয় শিক্ষা নীতি ২০০৯-১০ থেকে ২০১৭-১৮ পর্যন্ত ছাত্র, শিক্ষক, শিক্ষাবিদ, অভিভাবক, রাজনিতিক, ব্যবসায়ী সহ সমাজের সকল স্তরের মানুষের মতামত সুপারিশ ও পরামর্শ বিবেচনা করে এ শিক্ষানীতি প্রণয়ন করেছেন। শিক্ষানীতির মুল উদ্দেশ্য মানবতার বিকাশ। প্রগতিতে নেতৃত্বদানের উপযোগী মননশীল, যুক্তিবাদী, নীতিবান এবং নিজের ধর্মের প্রতি শ্রদ্ধাশীল ও দেশ প্রেমিক নাগরিক গড়ে তোলাই মুল লক্ষ্য। বিনামুল্যে পাঠ্য বই ছাপা ও বিতরণ কাজে বর্তমান মহাজোট সরকার ঈর্ষনীয় সফলতা দেখিয়েছে। বিগত বিএনপি-জামায়াত জোট সরকারের সময় অনিয়ম ও দুর্নীতি দেশের সকল মানুষের মুখে মুখে আলোচিত ছিল। এছাড়াও বর্তমান সরকারের অন্যতম সাফল্য নকল মুক্ত শিক্ষা নিশ্চিত এবং পরীক্ষা পাসের হার বৃদ্ধি। শিক্ষার মান উন্নয়নের লক্ষ্যে বর্তমানে প্রাথমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষা (PSC), জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষা (JSC) এবং সেকেন্ডারি স্কুল সার্টিফিকেট পরীক্ষা (SSC) তে সৃজনশীল প্রশ্ন পদ্ধতি গ্রহণ করেছেন। শিক্ষা ক্ষেত্রে বিগত সরকারের আমল থেকে বর্তমান সরকারের সাফল্য অনেক অনেক বেশি। এছাড়াও বিএনপি-জামায়াত জোট সরকারের আমলে সকল প্রকার শিক্ষা প্রতিষ্ঠান এমপিও ভুক্ত বন্ধ ছিল। বর্তমান মহাজোট সরকারের আমলে ১৪৪৮ টি বিভিন্ন ক্ষেত্রের শিক্ষা প্রতিষ্ঠান এমপিও ভুক্ত করা হয়েছে এবং বেশ কিছু প্রক্রিয়াধীন রয়েছে। বর্তমান সরকারের শিক্ষা মন্ত্রণালয়ের বিভিন্ন ধরনের যুগোপযোগী পদক্ষেপ বাংলাদেশকে আরও একধাপ এগিয়ে নিয়ে যাবে তাতে কোন সন্দেহ নেই।
©somewhere in net ltd.