![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বর্তমান মহাজোট সরকারের উন্নয়নের ফাল্গুধারার একটি মাইলফলক ঢাকার গেটওয়ে হিসেবে খ্যাত বহুপ্রত্যাশিত কুড়িল ফ্লাইওভার।
মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঈদের কয়েকদিন আগেই উদ্বোধন করেন ঢাকার গেটওয়ে হিসেবে খ্যাত বহুপ্রত্যাশিত কুড়িল ফ্লাইওভার। প্রধানমন্ত্রীর উদ্বোধনের পর এটিকে যান চলাচলের জন্য উন্মুক্ত করে দেয়া হয়েছে। ৩০৬ কোটি টাকা ব্যয়ে নির্মিত তিন কিলোমিটারেরও বেশি দীর্ঘ এই ফ্লাইওভারটি রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ রাজউকের সম্পূর্ণ নিজস্ব অর্থায়নে নির্মাণ করা হয়েছে। সুদীর্ঘ এই উড়াল সড়ক নির্মাণে সময় লেগেছে ৩৮ মাস। যানজটে নাকাল ঢাকা মহানগরবাসীর জন্য কুড়িল ফ্লাইওভার স্বস্তির বার্তা বয়ে এনেছে। এতে সন্দেহ নেই। এই উড়াল সড়কটি নির্মাণের ফলে বিভিন্নমুখী যান চলাচল সহজতর হবে। ৩৫ লাখ মানুষ এই ফ্লাইওভার ব্যবহার করতে পারবেন। যা ঢাকার যান চলাচল ব্যবস্থার ক্ষেত্রে ইতিবাচক পরিবর্তন আনবে বলা আশা করা যায়। এটি নির্মাণের ফলে কুড়িল ক্রসিং দিয়ে প্রতিদিন চলাচলকারী প্রায় দুই লাখ মোটরযান ও ৯৮টি ট্রেনের ক্লান্তিকর বিরতির অবসান হবে এবং অনেক সময় বেঁচে যাবে। এতে যাত্রীদের কষ্ট-ভোগান্তিও কমবে বলে আশা করা হচ্ছে। ক্ষমতা গ্রহণের সময় থেকে আজ অবধি নানা ক্ষেত্রে সরকারের সাফল্য উপেক্ষণীয় নয়। কৃষি ও খাদ্য উৎপাদন, প্রজনন স্বাস্থ্য, শিশু ও মাতৃস্বাস্থ্য সেবা, দারিদ্র্য বিমোচন, বিদ্যুৎ উৎপাদন, সন্ত্রাস ও জঙ্গীবাদ দমন, একাত্তরের যুদ্ধাপরাধীদের বিচারের ব্যবস্থা ইত্যাদি ক্ষেত্রে সরকারের সাফল্য যেমন উল্লেখযোগ্য এবং বহুলপ্রশংসিত। তেমনি যোগাযোগ ব্যবস্থার ক্ষেত্রেও সাফল্য কম নয়। কুড়িল ফ্লাইওভার বর্তমান মহাজোট সরকারের উন্নয়নের একটি মাইলফলক হিসেবে চিহ্নিত হতে পারে।
©somewhere in net ltd.