![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বিকল্প শিশু-খাদ্য গ্রহণে শিশুর কোন ধরনের ক্ষতি হলে উৎপাদক প্রতিষ্ঠানের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেয়ার নতুন বিধান যুক্ত করার সুপারিশ করা হয়েছে। এর ফলে বিকল্প শিশু-খাদ্য ও বাণিজ্যিকভাবে উৎপাদিত শিশু-খাদ্য খাওয়ার কারণে শিশুর মৃত্যু হলে বা শিশু অসুস্থ হলে বা স্বাস্থ্যহানি ঘটলে প্রতিষ্ঠানের বিরুদ্ধে প্রচলিত দণ্ড বিধি অনুযায়ী শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হবে। বাণিজ্যিকভাবে উৎপাদিত বিকল্প শিশু খাদ্য গ্রহণে যদি কোন শিশুর ক্ষতি হয় তাহলে কে দায়ী থাকবে সেটা বিলে স্পষ্ট ছিল না। তাই বিলে সংশোধনীর সুপারিশ করা হয়েছে। সুপারিশে সরবরাহকারী প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার বিধান যুক্ত করতে বলা হয়েছে। সেখানে প্রচলিত দণ্ড বিধি অনুযায়ী জরিমানা ও ক্ষতিপূরণ আদায়সহ অন্যান্য শাস্তির বিধান রাখা হবে। বিধান লঙ্ঘন করলে সর্বোচ্চ তিন বছরের কারাদণ্ড বা পাঁচ লাখ টাকা জরিমানার বিধান রাখা হয়েছে। এই আইনের অপরাধ মোবাইল কোর্ট আইন-২০০৯ অনুযায়ী বিচার করার বিধান রাখা হয়েছে। এছাড়া বিলে বিকল্প শিশু-খাদ্যের মোড়কে মা ও শিশু ব্যবহার এবং কোন কর্মসূচী পরিচালনা বা সভা-সেমিনার আয়োজন, ডিসকাউন্ট বা উপহার দেয়া এবং বিজ্ঞাপন প্রচার নিষিদ্ধ করা হয়েছে।
©somewhere in net ltd.