![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সরকার গণতন্ত্র ও সংবিধানে বিশ্বাসী এবং সংবিধানের বাইরে কিছুই করবে না। স্থানীয় সরকার ও জাতীয় সংসদের উপনির্বাচনসহ বর্তমান সরকারের অধীনে অনুষ্ঠিত সব কটি নির্বাচনই অবাধ ও নিরপেক্ষ হয়েছে। এসব নির্বাচন নিয়ে কোন অভিযোগ উঠেনি।এই সরকার ক্ষমতা গ্রহণের পর দেশের উন্নয়নে সকল শক্তি নিয়োগ করেছে। কেননা জনগণ এ জন্যই ভোট দিয়েছে। ২০০৯ সালে যখন সরকার দায়িত্ব গ্রহণ করে, তখন দেশে মাত্র ৩২ শত মেগাওয়াট বিদ্যুত উৎপন্ন হতো। ১৯৯৬-২০০১ মেয়াদে আওয়ামী লীগ সরকার দেশে বিদ্যুৎ উৎপাদন ১৬শত মেগাওয়াট থেকে ৪৩শত মেগাওয়াটে উন্নীত করেছিল। কিন্তু বিএনপি-জামায়াত জোট সরকারের আমলে বিদ্যুৎ উৎপাদন ৩২শত মেগাওয়াটে নেমে আসে এবং পরবর্তী তত্ত্বাবধায়ক সরকারও জাতীয় গ্রিডে এক মেগাওয়াট বিদ্যুৎ যোগ করতে পারেনি। ক্ষমতায় এসে বর্তমান আওয়ামী লীগ সরকার বিদ্যুৎ পরিস্থিতির উন্নয়নে স্বল্প, মাঝারি ও দীর্ঘ মেয়াদী পরিকল্পনা গ্রহণ করে। এর ফলশ্রুতিতে দেশে বর্তমানে দৈনিক ৬,৬৭৫ মেগাওয়াটের বেশি বিদ্যুৎ উৎপন্ন হয়। বর্তমান সরকার চট্টগ্রাম বন্দরনগরীর ব্যাপক উন্নয়ন করেছে। কর্ণফুলী নদীর উপর দ্বিতীয় সেতুর নির্মাণ কাজ শেষ হয়েছে এবং ঢাকা-চট্টগ্রাম চার লেন সড়ক নির্মাণ কাজ দ্রুত এগিয়ে চলছে। কর্ণফুলী নদীর নিচ দিয়ে ট্যানেল নির্মাণ কাজের প্রক্রিয়া ইতোমধ্যেই শুরু হয়েছে। বন্দরনগরীর যানজট নিরসনে সরকার কয়েকটি ফ্লাইওভার নির্মাণের উদ্যোগ নিয়েছে। বর্তমান সরকার ঢাকা-চট্টগ্রাম রেলপথ এবং কক্সবাজার বিমানবন্দরের উন্নয়ন করেছে। রাউজান বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের সমস্যা সমাধান করায় চট্টগ্রামে বিদ্যুৎ পরিস্থিতির উন্নতি হয়েছে।
©somewhere in net ltd.