![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ভিশন ২০২১ বাস্তবায়নের জন্য সরকার প্রতিটি জেলা শহরে হাইটেক পার্ক গড়ে তোলার উদ্যোগ নিয়েছে। ১৯৯৯ সালে সর্বপ্রথম গাজীপুরের কালিয়াকৈরে হাইটেক পার্ক স্থাপনের কাজ শুরু করে আওয়ামী লীগ সরকার। ২০০১ সালের নির্বাচনে বিএনপি-জামায়াত জোট ক্ষমতায় আসার পর হাইটেক পার্কের কাজ বন্ধ করে দেয়। এবার আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর আবার কালিয়াকৈরে হাইটেক পার্ক স্থাপনের কাজ এগিয়ে নিয়ে যায়। একই সঙ্গে সরকার বিভাগীয় শহরগুলোতে হাইটেক পার্ক স্থাপনের ঘোষণা দেয়। সরকার সম্প্রতি ঘোষণা দিয়েছে বিভাগীয় শহরের বাইরে প্রতিটি জেলা শহরেও হাইটেক পার্ক স্থাপন করা হবে। চূড়ান্ত করেছে হাইটেক পার্ক বা আইটি ভিলেজ স্থাপন করার প্রক্রিয়া। এরই মধ্যে কার্যক্রম শুরু করতে দেশের সব জেলাতেই জমি অধিগ্রহণ করার কাজ চলছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে দেশের সব জেলা শহরে আইটি ভিলেজ করা হচ্ছে। প্রতিটি জেলা সুবিধাজনক স্থানে জমি অধিগ্রহণের জন্য তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয় ডিসিদের নির্দেশ দিয়েছে। হাইটেক শিল্প স্থাপন ছাড়াও উন্নয়ন ও সম্প্রসারণে কর্মশালা ও সেমিনারের সঙ্গে প্রতিটি জেলায় অর্থ পাঠিয়েছে বাংলাদেশ হাইকোর্ট কর্তৃপক্ষ। যদিও আইসিটি (তথ্য প্রযুক্তি) ক্ষেত্রে এই পার্ক বিরাট অবদান রাখবে। আধুনিক সব সুযোগ সুবিধা থাকবে হাইটেক পার্কে। দেশী বিদেশী বহু প্রতিষ্ঠান তাদের কার্যক্রম পরিচালনা করতে পারবে এখানে। এতে দেশের তরুণ প্রজন্ম আইসিটি বিষয়ে জ্ঞান অর্জন করতে পারবে। একই সঙ্গে তাদের বেকারত্ব দূর হবে। হাইটেক পার্কে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ প্রয়োজন। সরকার বিষয়টি মাথায় রেখে এখানে ৩০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন একটি পাওয়ার প্ল্যান্ট স্থাপনের পরিকল্পনা হাতে নিয়েছে। এই বিদ্যুৎ শুধু হাইটেক পার্কেই সরবরাহ দেয়া হবে। হাইটেক পার্কে পর্যাপ্ত পরিমাণে ইন্টারনেট ব্যান্ডউইথ সুবিধা থাকবে। সরকারের এ মহতি উদ্যোগ বাংলার প্রতিটি মহলে প্রশংসার দাবি রাখে।
©somewhere in net ltd.