![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ঘনিয়ে আসছে দশম জাতীয় সংসদ নির্বাচন। সব ঠিক থাকলে আগামী জানুয়ারিতেই অনুষ্ঠিত হবে এ নির্বাচন। তত্ত্বাবধায়ক ইস্যুতে একটি অনিশ্চয়তার শঙ্কা থাকলেও নির্বাচনকে সামনে রেখে পিছিয়ে নেই কোন দল। প্রধান দুই দলসহ সকল রাজনৈতিক দলেই চলছে নির্বাচনী প্রস্তুতি। জেলায় জেলায় চলছে নির্বাচনী প্রস্তুতি। সম্ভাব্য প্রার্থীরা দলীয় মনোনয়ন লাভের আশায় নানাভাবে মহড়া দিচ্ছেন। নিজেকে যোগ্যপ্রার্থী হিসেবে কেন্দ্র্রের দৃষ্টি আকর্ষণের জন্য ব্যস্ত হয়ে উঠেছে নির্বাচনের মাঠে। তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে প্রধান বিরোধীদল গত তিন বছর ধরে আন্দোলন করে এলেও সম্প্রতি তাদের আন্দোলনে ভাটা পড়েছে। বরং এ দলটি এখন নির্বাচনকেন্দ্রিক সাংগঠনিক তৎপরতা জোরদার করেছে। জোরেশোরে দশম জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে দেশের প্রধান এ বিরোধী দলটি। পবিত্র রমজান মাসকে সাংগঠনিক মাস হিসেবে ইফতার মাহফিল ও আলোচনার মাধ্যমে তৃণমূল নেতাকর্মীদের মধ্যে নির্বাচনী উত্তাপ ছড়াতে সক্ষম হলেও এখনও দলীয় কোন্দল মেটাতে ব্যর্থ দলটি। তাই কোন্দল মিটিয়ে নির্বাচনী প্রচার জোরদার করতে বিভাগে বিভাগে সমাবেশ করার উদ্যোগ নেয়া হয়েছে। এরই মধ্যে খালেদা জিয়া ঢাকার বাইরে ৬টি সমাবেশ করবেন বলে দলের পক্ষ থেকে ঘোষণা করা হয়েছে। বিএনপি চেয়ারপার্সন বেগম জিয়া নতুন ধারার রাজনীতির যে ঘোষণা দিয়েছেন তাতে আগামী নির্বাচনে প্রার্থী মনোনয়নের মাধ্যমে এ ধারার প্রকাশ ঘটাবেন। অপরদিকে সরকারী দল আওয়ামী লীগদলীয় সভানেত্রী শেখ হাসিনাকে চেয়ারম্যান করে নির্বাচন পরিচালনা কমিটি গঠন করেছে। দশম জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে এই কমিটি গঠন করা হয়। এই কমিটি সারাদেশে জেলাভিত্তিক ৬ লাখ পোলিং এজেন্টকে প্রশিক্ষণ দেবে এবং দলীয় প্রার্থীদের অবস্থান, গ্রহণযোগ্যতা ও জনপ্রিয়তা যাচাইয়ের কাজ করবে। জাতীয়ভাবে তত্ত্বাবধায়ক ইস্যুতে নির্বাচন নিয়ে যতই অনিশ্চয়তা থাকুক না কেন রাজনীতির মাঠে দেশের প্রধান দুটি রাজনৈতিক দলই এখন নির্বাচনমুখী। দুই দলই ৩০০ আসনে প্রার্থী ঠিক করার কাজ চালিয়ে যাচ্ছে। একদিকে ক্ষমতাসীন দল আওয়ামীলীগ দেশব্যাপী সভা-সমাবেশ ও গণসংযোগ করে জনগণের কাছে দশম জাতীয় সংসদ নির্বাচনের জন্য ভোট চাওয়া শুরু করেছে। অন্যদিকে বিএনপি শীঘ্রই সারাদেশে সভা-সমাবেশ ও গণসংযোগ কর্মসূচী শুরু করতে যাচ্ছে। এ কর্মসূচী পালনকালে তারা নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের পক্ষে জনমত তৈরি করার পাশাপাশি নির্বাচনের প্রস্তুতি জোরদার করবে। আগামী সংসদ নির্বাচন সংবিধান অনুসারেই অনুষ্ঠিত হবে। কিন্তু বিএনপি এর বিপরীতে অবস্থান নিয়ে আন্দোলন কর্মসূচী চালিয়ে যাচ্ছে। সংবিধানে যেভাবে লেখা আছে আগামী জাতীয় সংসদ নির্বাচন সেভাবেই হবে।
©somewhere in net ltd.