![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আগামী অক্টোবরের প্রথম সপ্তাহে ভারত থেকে আমদানি করা ৫০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হতে যাচ্ছে। এ জন্য যাবতীয় প্রস্তুতি সম্পন্ন হয়েছে। সেপ্টেম্বরের প্রথম দিকে লাইন টেস্টিং কাজ শুরু হবে। আমদানি করা ৫০০ মেগাওয়াট বিদ্যুৎ দুই ধাপে আসবে। এর মধ্যে স্বল্প মেয়াদি চুক্তির আওতায় ২৫০ মেগাওয়াট এবং দীর্ঘ মেয়াদি চুক্তির আওতায় ২৫০ মেগাওয়াট বিদ্যুৎ আনা হবে। স্বল্প মেয়াদি চুক্তির মেয়াদ হবে ৩ বছরের জন্য। তিন বছর পর পর এই চুক্তি নবায়ন করা হবে। আর দীর্ঘ মেয়াদি চুক্তির আওতায় ২৫০ মেগাওয়াট বিদ্যুৎ নেওয়া হবে ১৫ বছরের জন্য। আমদানি করা এ বিদ্যুতের সঞ্চালন খরচসহ প্রতি ইউনিটের দাম পড়বে সাড়ে ৪ টাকার মতো। উল্লেখ্য, ২০১০ সালের জানুয়ারিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারত সফরের সময় বিদ্যুৎ খাতে সহযোগিতার জন্য দু’দেশের মধ্যে একটি সমঝোতা চুক্তি হয়। ওই সময় প্রধানমন্ত্রী ভারত থেকে ৫০০ মেগাওয়াট বিদ্যুৎ আমদানির আগ্রহ প্রকাশ করেন। বর্তমান সরকারের আন্তরিকতায় এবং সর্বোচ্চ প্রচেষ্টায় এই সাফল্য আমাদের জন্য বিদ্যুৎ ঘাটটিতে নতুন দিকের উম্মোচন হলো।
©somewhere in net ltd.