নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আওয়ামী লীগ জনগণের জন্য কাজ করে,............।

আমি একজন ছাএ

রূপসা ০০৭

আমি একজন ছাএ

রূপসা ০০৭ › বিস্তারিত পোস্টঃ

বর্তমান সরকারের আমলেই যোগাযোগ ব্যবস্থার ব্যাপক উন্নয়ন এবং পরিবর্তন সাধিত হয়েছে।

৩১ শে আগস্ট, ২০১৩ রাত ৯:২২

বদলে যাচ্ছে দেশের যোগাযোগ ব্যবস্থা। প্রত্যন্ত অঞ্চল থেকে শুরু করে শহর পর্যায়ের যোগাযোগ ব্যবস্থায় ব্যাপক পরিবর্তন এসেছে। হয়েছে নতুন নতুন রাস্তাঘাট, ব্রিজ, কালভার্ট ও সেতু। এতে সহজ হয়ে আসছে গণমানুষের যাতায়াত এবং পণ্য পরিবহন ব্যবস্থা। কমেছে সময়ের অপচয়। আর্থিক দিক থেকে লাভবান হচ্ছে কৃষক থেকে শুরু করে সাধারণ মানুষ। স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতর এবং সড়ক ও জনপথ অধিদফতর বিভিন্ন প্রকল্পের মাধ্যমে যোগাযোগ উন্নয়নের কাজ বাস্তবায়ন করছে। স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতরের অধীনে গত ৪ বছরে উপজেলা পর্যায়ে শতকরা ৮০ ভাগ সড়ক এবং ইউনিয়ন পর্যায়ে শতকরা ৫০ ভাগ সড়ক উন্নয়ন কাজ বাস্তবায়িত হয়েছে। সড়ক উন্নয়ন ছাড়াও স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতরের অধীনে সেতু, কালভার্ট, ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স, প্রাথমিক বিদ্যালয় ভবন, গ্রোথ সেন্টার, ঘূর্ণিঝড় আশ্রয় কেন্দ্র, ক্ষুদ্র পানিসম্পদ প্রকল্পের অধীনে রাবার ড্যাম, বাঁধসহ বিভিন্ন স্থাপনা নির্মাণ সম্পন্ন করা হয়েছে। ২০১০ সালের ফেব্রুয়ারি থেকে শুরু করে ২০১৩ সালের মে পর্যন্ত পরিচালিত এক গবেষণার তথ্য সংগ্রহ এবং বিশ্লেষণ করে জরিপ করা হয়। যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের অংশ হিসেবে সাড়ে চার বছরে ১ লাখ ৮৯২ কিলোমিটার সড়ক নির্মাণ, পুনর্র্নির্মাণ ও পুনর্বাসন করা হয়েছে। এছাড়া একই সময়ে সারা দেশে ৪১টি সেতু, ৬০৪টি কালভার্ট নির্মাণ, পুনর্র্নির্মাণ ও পুনর্বাসন করা হয়। উন্নয়নকৃত এসব কাজের মধ্যে রয়েছে ঢাকা-আরিচা জাতীয় মহাসড়কের সাভার-নবীনগর সড়ক ৪ লেনে উন্নীত করা, নারায়ণগঞ্জ সংযোগ সড়ককে ৪ লেনে উন্নীত, শিমরাইল-ইপিজেড-নারায়ণগঞ্জ সড়ক উন্নয়ন, বরিশাল-ভোলা-লক্ষ্মীপুর সড়ক নির্মাণ, কুষ্টিয়া-মেহেরপুর সড়ককে আঞ্চলিক মহাসড়কে উন্নীত, পাকশী নদীবন্দর সড়ক নির্মাণ, ফেনী-পরশুরাম-বিলোনিয়া সড়ককে আঞ্চলিক মহাসড়কে উন্নীত, টঙ্গী-কালীগঞ্জ-ঘোড়াশাল-পাঁচদোনা ও টঙ্গী রেলক্রসিংয়ে ফ্লাইওভার নির্মাণ, জরুরি দুর্যোগ ক্ষয়ক্ষতি পুনর্বাসন, শিবসা ও কয়রা সেতু নির্মাণ, নেত্রকোনা-কলমাকান্দা সড়কে দশদার ও কলমাকান্দা সেতু নির্মাণ। দেশের যোগাযোগ অবকাঠামোর এ উন্নয়নে সমাজের সব স্তরের মানুষ এর সুফল ভোগ করছে। আর এসবই সম্ভব হয়েছে বর্তমান সরকারের একান্ত প্রচেষ্টার ফলে।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.