![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সারাদেশে ইন্টারনেটের কানেক্টিভিটি বাড়ানোর জন্য ৪ হাজার ৮ শ’ কিলোমিটার ফাইবার অপটিক কেবল স্থাপন করার উদ্যোগ নিয়েছে সরকার। সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে রেখে ব্যান্ডউইডথের দামও কমানোর হচ্ছে। সরকারী-বেসরকারী এবং ডাটা কানেক্টিভিটি, ইন্টারনেট ও সফটওয়্যার প্রতিষ্ঠানগুলোকে এ বিষয়ে ইতোমধ্যে অবহিত করা হয়েছে। রাজধানী ঢাকা ছাড়াও সারাদেশে বিশেষ করে প্রত্যন্ত অঞ্চলে ইন্টারনেট সংযোগ পৌঁছে দিতে সরকারের নির্বাচনী অঙ্গীকার। বাস্তবায়নের জন্য সব ধরনের পদক্ষেপ নিয়েছে তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের সঙ্গে বিটিআরসি ও বিটিসিএল একসঙ্গে কাজ করবে। মোবাইল ইন্টারনেটের দাম কমানোর জন্য বিটিআরসি মোবাইল অপারেটরদের নির্দেশ দিয়েছে। তথ্য প্রযুক্তিবিদরা বলেন, এ বছরকে বলা হয় ‘ইন্টারনেট’ জয়ের বছর। ইন্টারনেট ছাড়া বিশ্বকে চেনা মুশকিল। ইন্টারনেটের কল্যাণে সারা দুনিয়া এখন হাতের মুঠোয় চলে এসেছে। এখান থেকে পিছিয়ে থাকার কোন সুযোগ নেই। তথ্যপ্রযুক্তির ব্যবহার এখন অপরিহার্য হিসেবে দেখা দিয়েছে।
©somewhere in net ltd.