নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আওয়ামী লীগ জনগণের জন্য কাজ করে,............।

আমি একজন ছাএ

রূপসা ০০৭

আমি একজন ছাএ

রূপসা ০০৭ › বিস্তারিত পোস্টঃ

দারিদ্র্য বিমোচনে বাংলাদেশের সাফল্য অবাক করার মত। সরকারের পাশাপাশি সামাজিক উদ্যোগ ও সহযোগিতার ফলেই এটা সম্ভব হয়েছে।

০৮ ই সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৪:০০

নির্ধারিত সময়ের আগেই জাতিসংঘের সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যের (মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোল) দারিদ্র্য হ্রাসের লক্ষ্যমাত্রা পূরণ করতে যাচ্ছে বাংলাদেশ। ডেটলাইন ছিল ২০১৫ সাল। কিন্তু সাফল্যের বিষয় হলো, সেই নির্ধারিত সময়ের দুই বছর আগে ২০১৩ সালেই প্রথমবারের মতো বাংলাদেশ মিলেনিয়াম গোলের কোনো লক্ষ্যমাত্রা পূরণ করবে। বাংলাদেশকে নিয়ে যারা সবসময় চরম হতাশায় ভোগেন তাদের জন্য এটা নিঃসন্দেহে একটি দারুণ সুসংবাদ। দীর্ঘ হতাশার পর অবশেষে 'বাংলাদেশের জন্য সুসংবাদ' নামে বিশ্বখ্যাত টাইম ম্যাগাজিনের এক প্রতিবেদনে এমনটাই উল্লেখ করা হয়েছে। দারিদ্র্য বলতে যাদের দৈনিক আয় দুই ডলারের কম কিংবা যারা দৈনিক ২ হাজার ১০০ ক্যালরির কম খাদ্য গ্রহণ করে এমন ব্যক্তিদের বোঝানো হয়েছে। বাংলাদেশ প্রতি দশ বছরে অর্থনৈতিক প্রবৃদ্ধি এক শতাংশ করে বাড়াতে সক্ষম হয়েছে। সরকারের পাশাপাশি সামাজিক উদ্যোগ ও সহযোগিতা ছাড়া এটি সম্ভব হতো না। বাংলাদেশে শিশু মৃত্যুর হার কমে এসেছে। পাঁচ বছরের কম বয়সী শিশুদের টিকা দেয়ার হার বেড়েছে, শিক্ষার হার বেড়েছে ও সার্বিক নিরাপত্তা বেড়েছে। এসবের পাশাপাশি বেড়েছে জীবনধারণের সাধারণ মান। ২০০০ সালে দরিদ্রদের কেউ মোবাইল ফোন ব্যবহার করত না, কিন্তু বর্তমানে ৩৬ দশমিক ৩ শতাংশ দরিদ্রের হাতে মোবাইল ফোন আছে। এসব উন্নতির পেছনে দ্রুত অর্থনৈতিক প্রবৃদ্ধিই বড় ভূমিকা রেখেছে। ১৯৯৪ সাল থেকে ২০১২ পর্যন্ত গড় প্রবৃদ্ধি বেড়েছে সাড়ে ৫ শতাংশেরও বেশি। এখন সবাইকে বুঝেশুনে সচেতনভাবে পা ফেলতে হবে। এ ক্ষেত্রে খামখেয়ালি, অবহেলা কিংবা ভুলত্রুটি আমাদের গোটা জাতির জন্য অভিশাপ বয়ে আনতে পারে। দারিদ্র্য বিমোচনে বাংলাদেশের অভাবনীয় সাফল্যের ধারা অব্যাহত রাখতে সবাইকে সচেষ্ট হতে হবে।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.