![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
পাঁচ বছরে পোশাক শিল্পে নতুন রেকর্ড অর্জন করতে যাচ্ছে বাংলাদেশ। নানামুখী চ্যালেঞ্জ থাকা সত্ত্বেও এই সময়ে পোশাক রপ্তানি বেড়েছে প্রায় দ্বিগুণ। নতুন মজুরি বোর্ড গঠন করায় শ্রমিকদের বেতন তিনগুণ হওয়ার পথে। এ ছাড়া কারখানা বাড়ার পাশাপাশি এ শিল্পে নতুন কর্মসংস্থান হয়েছে আরও ৫ লাখ অর্ধশিক্ষিত এবং অশিক্ষিত শ্রমিকের। এই সময়ে বেড়েছে দেশের মোট রপ্তানিও। পণ্য রপ্তানিতে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে দ্রুততার সঙ্গে। বিশ্ব বাণিজ্যে বাংলাদেশ শক্ত অবস্থান সৃষ্টিতে সক্ষম হয়েছে। দেশে গণতান্ত্রিক সরকার ব্যবস্থা বহাল থাকায় এটা সম্ভব হয়েছে। সরকার শিল্পবান্ধব নীতি গ্রহণের ফলে এই সাফল্য পেয়েছে বাংলাদেশ। গত ২০০৯ সালে মহাজোট সরকার দায়িত্ব গ্রহণের পরই দেশের রপ্তানি খাতে উজ্জ্বল সম্ভাবনা তৈরি হয়। নতুন বাজার সৃষ্টির পাশাপাশি বাড়তে থাকে পোশাক রপ্তানি। গত পাঁচ বছরে দেশের মোট রপ্তানিও বহুলাংশে বৃদ্ধি পেয়েছে। বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের শুরুতে সাড়ে ১৫ বিলিয়ন ডলার রপ্তানি হতো। বর্তমান তা ২৭ বিলিয়ন ডলার ছাড়িয়ে গেছে। গত তত্ত্বাবধায়ক সরকারের পর যখন নির্বাচিত গণতান্ত্রিক সরকার দেশ পরিচালনার দায়িত্ব পেল, তখন থেকেই রপ্তানি বাড়ছে। দুই বছরের মধ্যে রপ্তানি বাড়ল ৬ বিলিয়ন ডলার। অথচ ওই সময়ে বিশ্বব্যাপী অর্থনৈতিক মন্দা চলছিল। সরকার রপ্তানি বাড়াতে প্রণোদনা দেয়ার পাশাপাশি নতুন বাজার সৃষ্টিতে কাজ শুরুর ধারাবাহিকতায় দেশের রপ্তানি খাতে এই সাফল্য।
©somewhere in net ltd.