![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এখনো বিশ্বের অনেক দেশে দুর্নীতি হয়, তবে সেগুলো কাজের কোয়ালিটি ঠিক রেখে। বাংলাদেশের জনগণ সচেতন হলেই একটা সময় আসবে যখন করাপশন বা দুর্নীতি কমে আসবে। উন্নয়নশীল দেশে কিছুটা দুর্নীতি হতেই পারে, তবে সেটা যদি কাজের মান ঠিক রেখে হয়, তবে তা একসময় একেবারেই প্রতিরোধ করা সম্ভব। কিন্তু যদি প্রতিটি পদে পদে দুর্নীতি ছড়িয়ে পড়ে, তবে তা দেশের জন্য মঙ্গলজনক নয়। বাংলাদেশের যে জনসংখ্যা এটাকে কাজে লাগাতে পারলে এটাও জনসম্পদে পরিণত হতে পারে। বিশেষ করে, যারা দীর্ঘদিন বিদেশে থেকে দেশে ফিরে আসে, তাদের সামান্য সাহায্য-সহযোগিতা দিয়ে নিজ নিজ পরিসরে কাজের সুযোগ করে দিলে বাংলাদেশের জিডিপির হার বেড়ে যাবে, বেকারসংখ্যা কমে যাবে। দেশ আরো উন্নতির দিকে যাবে। প্রতিটি সরকারের শেষ সময়ে এসে একটি রাজনৈতিক সংকট দেখা দেয়। আর তা হলো কিভাবে ক্ষমতা ছাড়বে এবং কিভাবে নির্বাচন অনুষ্ঠিত হবে। এবারও তাই হচ্ছে। নির্বাচনের আর মাত্র কয়েক মাস বাকি থাকলেও সরকার ও বিরোধীপক্ষের মধ্যে এ নিয়ে কোনো ঐক্যমত তৈরি হয়নি। দেশের উন্নয়নের জন্য রাজনৈতিক স্থিতিশীলতা জরুরি। রাজনৈতিক অস্থিরতার মধ্যে দেশি বা বিদেশি কোনো বিনিয়োগই বাড়ে না। এখন দেশের শুধু রাজনৈতিক সংকট নিয়ে ভাবলেই চলবে না। রাজনীতিবিদদের উন্নয়নের কথাও ভাবতে হবে। একদল ক্ষমতায় আসবে, আরেক দল ক্ষমতা থেকে চলে যাবে। এরই মধ্যে দেশের উন্নয়নের কথা ভাবতে হবে। আমাদের দেশ থেকে প্রতিবছর কত লোক বিদেশে যাচ্ছে, তা হয়তো আমরা গণনা করি, হিসাব রাখি, কিন্তু কত লোক বিদেশ থেকে ফিরে আসে তার হিসাব আমাদের কাছে নেই। এমন অনেক লোক বিদেশ থেকে ফিরে আসে, যারা বিদেশে কোনো না কোনো কাজে দক্ষতা ও পারদর্শিতা নিয়ে আসে। কিন্তু দেশে এসেই তারা বেকার জীবনযাপন করে। তারা বেকার না থেকে দেশ ও নিজের জন্য কাজ করতে পারে। আমরা নিজেরা যদি একটু সচেতন হই, তাহলে নিজের সমৃদ্ধির সাথে সাথে দেশের সমৃদ্ধি বৃদ্ধি সম্ভব, দুর্নীতি প্রতিরোধ করা সম্ভব।
©somewhere in net ltd.