![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ভূগর্ভস্থ উৎসের পরিবর্তে ক্রমান্বয়ে ভূপরিস্থ উৎসের পানি উৎপাদন ও সরবরাহের লক্ষ্যে ঢাকা ওয়াসা মেঘনা নদী থেকে পানি এনে সায়েদাবাদ শোধনাগারে শোধনের মাধ্যমে নগরীতে নিরাপদ পানি সরবরাহের এক প্রকল্প হাতে নিয়েছে। রাজধানীর পানির চাহিদা পূরণে ভূগর্ভস্থ উৎস থেকে ক্রমেই ভূপরিস্থ উৎসের দিকে অগ্রসর হওয়ার বিভিন্ন প্রকল্প গ্রহণ করেছে ঢাকা ওয়াসা। সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রার ষষ্ঠ ধারার আওতায় নাগরিকদের জন্য নিরাপদ পানি ও স্যানিটেশন নিশ্চিত করার ক্ষেত্রে বাংলাদেশ অনেকদূর এগিয়ে গেছে এবং এ বিষয়ে বাংলাদেশে জাতিসংঘের স্বীকৃতিও পেয়েছে। মেঘনা নদী থেকে পানি এনে রাজধানীতে সরবরাহের এ স্বপ্নের প্রকল্প বাস্তবায়নে উন্নয়ন সহযোগীদের সহায়তায় ঢাকা ওয়াসা সক্ষম অবশ্যই হবে। বর্তমান সরকারের আমলে বর্তমান ওয়াসা প্রথমবারের মতো নগরীর পানির চাহিদার বিপরীতে উদ্বৃত্ত পানি উৎপাদন ক্ষমতা অর্জন করেছে।
©somewhere in net ltd.