নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আওয়ামী লীগ জনগণের জন্য কাজ করে,............।

আমি একজন ছাএ

রূপসা ০০৭

আমি একজন ছাএ

রূপসা ০০৭ › বিস্তারিত পোস্টঃ

সরকারের “ডিজিটাল বাংলাদেশের” সফল বাস্তবায়নে পরীক্ষামূলক থ্রিজি সেবা চালু করলো এয়ারটেল।

০৩ রা অক্টোবর, ২০১৩ বিকাল ৩:৩৬

থ্রিজি যাত্রা শুরু করেছে এয়ারটেল বাংলাদেশ। গত বুধবার থ্রিজি ভিডিও কলের মাধ্যমে এয়ারটেলের থ্রিজি নেটওয়ার্কের আনুষ্ঠানিক উদ্বোধন করেন ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী অ্যাডভোকেট সাহারা খাতুন। দ্রুত বিশ্বমানের তথ্যপ্রযুক্তি সেবা বাংলাদেশের মানুষের কাছে নিয়ে আসতেই বর্তমান সরকার থ্রিজি লাইসেন্স দিয়েছে। এয়ারটেল গ্রাহকদের জন্য উন্নতমানের থ্রিজি সেবা নিশ্চিত করবে বলে দেশবাসী আশা করেন। অপারেটররা মানসম্পন্ন সেবা নিশ্চিত করছে কি-না, সে বিষটি তদারকি করবে বিটিআরসি। এয়ারটেল গ্রাহকদের থ্রিজি প্রযুক্তিতে মোবাইল ইন্টারনেট ব্যবহারে উন্নত গতি নিশ্চিত করবে। সর্বাধুনিক প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে সবচেয়ে উন্নত সেবা নিশ্চিত করতে এয়ারটেল গ্রাহকদের প্রতিশ্রুতি দিচ্ছে। আজ বৃহস্পতিবার থেকে বনানী ও গুলশান-২ এলাকা এয়ারটেল থ্রিজি নেটওয়ার্কের আওতায় আসবে। চলতি অক্টোবর মাসের মধ্যে ঢাকা ও চট্টগ্রামের কিছু এলাকা, নভেম্বরের মধ্যে সিলেটের কিছু এলাকা, ডিসেম্বরের মধ্যে ঢাকা, চট্টগ্রাম ও সিলেটের অবশিষ্ট এলাকা থ্রিজি নেটওয়ার্কের আওতায় আসবে। ২০১৪ সালের জানুয়ারিতে সব বিভাগীয় শহরে এবং পরে সারাদেশে থ্রিজি নেটওয়ার্ক ছড়িয়ে দেওয়ার লক্ষ্যমাত্রা রয়েছে এয়ারটেলের। থ্রিজি সেবা বর্তমান সরকারের একটা নির্বাচনী প্রতিশ্রুতি। আর এ প্রতিশ্রুতি বাস্তবায়নে সরকার বিভিন্ন মোবাইল কোম্পানিকে দায়িত্ব দিয়েছে। এ দায়িত্ব সফলতার সাথে পালিত হলে দেশের জনগণ উপকৃত হবে। বাংলাদেশ যে উন্নত বিশ্বের সাথে তাল রেখে এগিয়ে চলছে তা বর্তমান সরকারের এ ধরনের কর্মকাণ্ডের মাধ্যমে প্রকাশিত হচ্ছে।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.