নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আওয়ামী লীগ জনগণের জন্য কাজ করে,............।

আমি একজন ছাএ

রূপসা ০০৭

আমি একজন ছাএ

রূপসা ০০৭ › বিস্তারিত পোস্টঃ

দেশে বিদ্যুতের চাহিদা পূরণে বর্তমান সরকারের চেষ্টা অব্যাহত। ভারত থেকে আমদানিকৃত বিদ্যুতের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন মাননীয় প্রধানমন্ত্রী।

০৫ ই অক্টোবর, ২০১৩ দুপুর ২:৪০

ভারত থেকে বিদ্যুৎ আমদানির আনুষ্ঠানিক উদ্বোধন আজ। কুষ্টিয়ার ভেড়ামারায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং দিল্লী থেকে ভারতীয় প্রধানমন্ত্রী মনমোহন সিং ভিডিও কনফারেন্সের মাধ্যমে বিদ্যুৎ আমদানির আনুষ্ঠানিক উদ্বোধন করবেন। আজ ১৭৫ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করবে ভারত। পর্যায়ক্রমে নভেম্বরের শেষ নাগাদ ৫০০ মেগাওয়াট পাওয়া যাবে। গত ২৭ সেপ্টেম্বর ৫০ মেগাওয়াট পরীক্ষামূলক সঞ্চালনের মধ্য দিয়ে বাংলাদেশে প্রথম ভারতের বিদ্যুৎ আসে। আজ সঞ্চালনের পরিমাণ দাঁড়াবে ১৭৫ মেগাওয়াটে। পর্যায়ক্রমে ৫০০ মেগাওয়াটের বাকি বিদ্যুৎ আসবে। প্রথম পর্যায়ে আসা ২৫০ মেগাওয়াট বিদ্যুতের ইউনিটপ্রতি দাম পড়বে সাড়ে ৪ টাকা। এ দাম আজ শনিবার থেকে কার্যকর হবে। আর দ্বিতীয় পর্যায়ে আসা ২৫০ মেগাওয়াটের দাম পড়বে ৬ টাকা ৩৪ পয়সা। আগামী ২৫ বছর ভারত এ বিদ্যুৎ দেবে বাংলাদেশকে। ভারতের মুর্শিদাবাদের বহরমপুর ও বাংলাদেশের ভেড়ামারায় সাবস্টেশন নির্মাণের মধ্য দিয়ে প্রতিবেশী দুই দেশের গ্রিডলাইন যুক্ত হয়েছে। বিদ্যুৎ আমদানির জন্য বাংলাদেশ ও ভারতের মধ্যে ৯৭ কিলোমিটার সঞ্চালন লাইন এবং দুটি ব্যাক টু ব্যাক সাবস্টেশন নির্মাণ করে ভারত ও বাংলাদেশের বিদ্যুৎ সঞ্চালনকে সমন্বয় করা হয়েছে। দেশে এখনও বিদ্যুৎ ঘাটতি রয়েছে। এখনও কৃষি ও শিল্প পুরোপুরি বিদ্যুতায়িত হয়নি। সরকার যেভাবে কাজ করেছে, যেভাবে পরিকল্পনা নিচ্ছে তাতে আশা করা যায়, বিদ্যুৎ উৎপাদনের ধারাবাহিকতা, বিদ্যুতের সংযোগ নতুন নতুন গ্রাহকের কাছে দেবার ধারাবাহিকতা অব্যাহত থাকবে এবং এ সমস্যার সমাধান পরিকল্পিত সময়েই হয়ে যাবে- এ প্রত্যাশা করা যায়।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.