![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
দেশের জনসংখ্যা দ্রুতহারে বৃদ্ধি পাচ্ছে। জনসংখ্যা বৃদ্ধির সঙ্গে সঙ্গে বিভিন্ন কারণে দুর্ঘটনার সংখ্যাও বৃদ্ধি পাচ্ছে। বর্তমানে জেলা ও উপজেলা পর্যায়ের হাসপাতালে ট্রমা রোগীদের সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। এ বিবেচনায় দেশে আরও অনেক অর্থোপেডিক চিকিৎসক তৈরি করা প্রয়োজন। তাই জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠান (পঙ্গু হাসপাতাল) সম্প্রসারণের উদ্যোগ নিয়েছে বর্তমান সরকার। এজন্য ব্যয় করা হবে ৩৩৬ কোটি টাকা। রাজধানীর শেরেবাংলা নগরে অবস্থিত এ প্রতিষ্ঠানটি সম্প্রসারণ করে চৌদ্দ তলা ফাউন্ডেশনসহ একটি ১২ তলা নতুন হাসপাতাল ভবন ও বিদ্যমান দোতলা ব্লকটিকে চারতলা পর্যন্ত বাড়ানো হবে। প্রকল্পটি বাস্তবায়ন হলে সড়ক দুর্ঘটনায় আক্রান্তদের দ্রুত চিকিৎসা দিয়ে শারীরিক ক্ষয়ক্ষতির পরিমাণ কমিয়ে সুস্থ করে তোলা সহজ হবে। এ সংক্রান্ত গবেষণার মাধ্যমে অর্থোপেডিক বিষয়ে নতুন প্রযুক্তি উদ্ভাবন করা সম্ভব হবে। ফলে দক্ষ অর্থোপেডিক চিকিৎসকের সংখ্যা বৃদ্ধি পাবে। এছাড়া অর্থোপেডিক সার্জারিতে স্নাতকোত্তর পর্যায়ের শিক্ষার্থীদের প্রশিক্ষণ ও বিদ্যমান অবকাঠামো ও চিকিৎসা সরঞ্জাম আধুনিকায়ন করা হবে। ২০১৬ সালের ডিসেম্বরের মধ্যে এটি বাস্তবায়নের কাজ শেষ করবে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের আওতায় স্বাস্থ্য অধিদপ্তর ও জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠান। দেশ ও জনকল্যাণের সরকার দেশনেত্রী ও বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা জীবনের শেষ মুহূর্তটা পর্যন্ত এভাবে কল্যাণমুখী কাজ করে যেতে চান এবং দেশ ও জনগণের কাছে কল্যাণময়ী নেত্রী হিসাবে পরিচিত থাকতে চান।
©somewhere in net ltd.