![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ঢাকা শহরে প্রতিদিন প্রায় ৫ হাজার মেট্রিক টন বর্জ্য উৎপন্ন হয়। এই বর্জ্যর সুব্যবহার করে এবার তৈরি হবে বিদ্যুৎ। এ লক্ষ্যে স্থানীয় সরকার মন্ত্রণালয় চুক্তি করেছে ইতালিয়ান কোম্পানি ম্যানেজমেন্ট এনভায়রনমেন্ট ফিন্যান্স এসআরএলের সঙ্গে। ঢাকার দুই সিটি কর্পোরেশনের বর্জ্যে উত্তরের আমিন বাজার এবং দক্ষিণের মাতুয়াইলে পৃথক বিদ্যুৎ কেন্দ্র স্থাপন করবে কোম্পানিটি। বর্তমানে এই দুই কেন্দ্রে ২৪ মেগাওয়াট করে মোট ৪৮ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করা হবে। পরবর্তীকালে এর পরিমাণ আরও বাড়তে পারে। এ প্রকল্পে ২ হাজার লোকের কর্মসংস্থান হবে। প্রকল্পের জন্য ইতালিয়ান কোম্পানি ৩০০ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে। এ প্রকল্পে প্রথমে ২৪ করে ৪৮ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করা হবে। পরে দুটি প্রকল্প থেকে ১০০ মেগাওয়াট বিদ্যুৎ পাওয়া যাবে। ঢাকাকে পরিচ্ছন্ন রাখতে এ প্রকল্প বিশেষভাবে সহায়ক হবে। ঢাকার দুই বিতরণ কোম্পানি ডেসকো, ডিপিডিসির পাশাপাশি আরইবি এখান থেকে বিদ্যুৎ ক্রয় করে নিজস্ব গ্রাহকদের মধ্যে বিতরণ করবে। বর্জ্য থেকে উৎপাদিত এই কোম্পানির প্রতি ইউনিট বিদ্যুতের দাম পড়বে আট দশমিক ৭৫ টাকা। চুক্তি অনুযায়ী ২০ বছর একই দামে বিদ্যুৎ পাবে বাংলাদেশ। প্রকল্পটিতে সিটি কর্পোরেশন উত্তর ও দক্ষিণ প্রতিদিন ৪ হাজার মেট্রক টন বর্জ্য সরবরাহ করবে। বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনে একদিকে যেমন আমাদের বিদ্যুৎ চাহিদা পূরণ হবে, অন্যদিকে তেমনি নগরীর পরিবেশও দূষণমুক্ত থাকবে। পৃথিবীর বিভিন্ন দেশে বর্জ্য দিয়ে বিদ্যুৎ উৎপাদন হলেও আমাদের দেশে এই প্রথম এমন উদ্যোগ নেয়া হয়েছে। বিদ্যুতের পাশাপাশি প্রকল্পটি জৈবসার এবং ডিজেল উৎপাদন করবে। এত দিন ঢাকার বর্জ্যর সুষ্ঠু ব্যবস্থাপনা না থাকায় ভূমি ও পরিবেশ দূষিত হয়েছে। বর্জ্যর মাধ্যমে বিদ্যুৎ উৎপাদনের ফলে এক দিকে পরিবেশ থাকবে দূষণ মুক্ত অন্যদিকে বিদ্যুৎ সংকট থেকে কিছুটা হলেও আমরা উপকৃত হবো।
©somewhere in net ltd.