নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আওয়ামী লীগ জনগণের জন্য কাজ করে,............।

আমি একজন ছাএ

রূপসা ০০৭

আমি একজন ছাএ

রূপসা ০০৭ › বিস্তারিত পোস্টঃ

পাট চাষিদের পাট চাষে উদ্বুদ্ধ করতে সরকারের অভিনব পদক্ষেপ। পাট শিল্পের উন্নয়নে পাট ব্যবসায়ীদের জন্য ১০০ কোটি টাকার তহবিল গঠন।

১০ ই অক্টোবর, ২০১৩ দুপুর ২:৫০

বর্তমান সরকারের নির্দেশনায় পাট শিল্পের বিকাশে পাট ব্যবসায়ীদের জন্য ১০০ কোটি টাকার তহবিল চালু করার উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ব্যাংক। পাট খাতের উন্নয়নে, বিশেষ করে কৃষক পর্যায়ে পাটের ন্যায্যমূল্য নিশ্চিত করতে এ তহবিল চালু করা হচ্ছে। সরকারের আগ্রহের প্রেক্ষিতে সম্প্রতি কৃষি মন্ত্রণালয় থেকে পাট শিল্পে ২০০ কোটি টাকার তহবিল গঠন করতে বলা হয়। বর্তমান মুদ্রানীতির সঙ্গে সঙ্গতি রেখে ১০০ কোটি টাকার এ তহবিল গঠন করে কেন্দ্রীয় ব্যাংক। পাট ক্রেতা ও আড়তদাররা ১০ শতাংশের কম সুদে এখান থেকে ঋণ নিতে পারবেন। শিগগীরই তহবিলের সার্বিক কার্যক্রম শুরু হবে। বাংলাদেশ ব্যাংকের নিজস্ব তহবিল থেকে এই স্কিম চালু করা হচ্ছে। চুক্তিবদ্ধ বাণিজ্যিক ব্যাংকগুলোকে 'ব্যাংক রেটে' অর্থাৎ ৫ শতাংশ সুদে এই তহবিল জোগাবে বাংলাদেশ ব্যাংক। নগদ টাকার অভাবে অনেক সময় ব্যবসায়ীরা পাট কেনায় খুব একটা আগ্রহ দেখান না। এতে পাট চাষিরা ন্যায্যমূল্য থেকে বঞ্চিত হন। এ কারণে ব্যবসায়ীদের জন্য সহজ শর্তে ও কম সুদে ঋণ দেওয়ার এ সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। সরকারের এই তহবিল গঠনে পাট চাষি, পাট ও পাটজাত পণ্য সংশ্লিষ্ট ব্যবসায়ী ও পাটকল মালিকদের যার যার অবস্থানে পাট শিল্পের প্রতি নিজেদের আগ্রহ বাড়বে বলে বিশেষজ্ঞরা মনে করেন। আর কৃষকরা যেহেতু কৃষি ঋণের আওতায় সহজ শর্তে ঋণ পেয়ে থাকে তাই এ ঋণ পাবে। পাটের হারিয়ে যাওয়া গৌরব পুনরুদ্ধারে বর্তমান সরকারের এ মহতী উদ্যোগ সত্যিই প্রশংসার দাবি রাখে।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.