![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বাংলাদেশের অর্ধেক জনগোষ্ঠী নারী। নারীর অর্থনৈতিক কাজে জড়িত হওয়ার মানে দেশ অর্থনৈতিকভাবে অগ্রসর হওয়া। কর্মক্ষেত্রে নারীর অংশগ্রহণ বেড়েছে। অর্থনৈতিক কর্মকান্ডে নারীর অংশগ্রহণ পাঁচ বছরে দ্বিগুণ হয়ে ৯ দশমিক ৮ শতাংশে পৌঁছেছে। অর্থনৈতিক উন্নয়নে নারীর অবদান এখন সবক্ষেত্রেই। কৃষি ও শিল্প উৎপাদন এবং সেবাখাতে নারীর অংশগ্রহণ বাড়ায় অর্থনৈতিক উন্নয়নে নারীর অবদান বাড়ছে। বর্তমানে ১ কোটি ৬২ লাখ নারী কর্মক্ষেত্রে রয়েছেন। ১৯৭৪ সালে সমগ্র কর্মশক্তির মাত্র ৪ দশমিক ১ শতাংশ ছিল নারী। ২০১০ সালে তা হয়েছে ৩৯ দশমিক ৪ শতাংশ। পোশাক শিল্পে শতকরা ৮০ ভাগ শ্রমিক নারী। দেশের প্রধান প্রধান রপ্তানি পণ্য তৈরি পোশাক ছাড়াও হিমায়িত মৎস্য, চামড়া ও চামড়াজাত পণ্য, হস্তশিল্পসহ অন্যান্য পণ্যের সঙ্গে সরাসরি নারী জড়িত। ২০১১ সালে ৩০ হাজার ৫৭৬ জন নারী ও ২০১২ সালে ৩০ হাজার ৯২৩ জন নারী বিদেশ যান। নারী শ্রমিকরা আয়ের ৭০ শতাংশেরও বেশি অর্থ দেশে পাঠান। পুরুষের সাথে সাথে নারীরা দেশের উন্নয়নে যে ব্যাপক ভূমিকা রাখছে তা এরই মাধ্যমে প্রমানিত হয়েছে। দেশের অর্থনীতির ভীত মজবুতে তাদের অবদান অনস্বীকার্য।
©somewhere in net ltd.