নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আওয়ামী লীগ জনগণের জন্য কাজ করে,............।

আমি একজন ছাএ

রূপসা ০০৭

আমি একজন ছাএ

রূপসা ০০৭ › বিস্তারিত পোস্টঃ

চেতনায় গার্মেন্টস শিল্প!

১৪ ই অক্টোবর, ২০১৩ দুপুর ১:৪৫

বাংলাদেশ গার্মেন্টস শিল্প প্রধান দেশ। গার্মেন্টস শিল্প আমাদের অর্থনীতির মূল চালিকাশক্তি। দেশের বৈদেশিক আয়ের শতকরা ৮০ ভাগ আসে গার্মেন্টস পণ্য রপ্তানি থেকে। সরকারের প্রচেষ্টায় বাংলাদেশ গার্মেন্টস শিল্প সারা বিশ্বে একটি শক্তিশালী ভিত গড়ে তুলেছে। পোশাক যেমন বস্ত্র চাহিদা পূরণের পাশাপাশি মানুষকে সভ্য করে তোলে, পোশাক শিল্পের সাথে জড়িতদের অন্নের চাহিদা পূরণকেও নিশ্চিত করে। আশির দশকে শুরু হওয়া এ শিল্প আজ ত্রিশ বছরে পা রেখেছে। পনেরশ' টাকার হেলপারের জীবন-যাপন থেকে শুরু করে পঁচিশ' তলা ভবন তৈরিতে কত বেশি অবদান রেখেছে তা সংক্ষিপ্ত লেখনিতে প্রকাশ করা সম্ভব নয়। বিজিএমইএ-র হিসেব অনুযায়ী বর্তমানে এদেশে পাঁচ হাজারেরও অধিক গার্মেন্টস কারখানা ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে এবং তার চেয়েও বেশি সংখ্যক অফিস-আদালত ও ব্যবসা প্রতিষ্ঠান গড়ে উঠেছে এই শিল্পকে কেন্দ্র করে। যেখানে দেশের বিশাল জন সমুদ্রের (৫০ লক্ষ) কর্মসংস্থানের পাশাপাশি বিদেশিদেরও কর্ম ক্ষেত্রের সুযোগ সৃষ্টি করেছে। জাতীয় রপ্তানিতে অবদান রেখেছে ৮০%, এ শিল্প যেন শিল্প নয় সৌভাগ্যের স্বর্গদূত। স্বর্গদূত শুধু অর্থনীতিতে নয় শিক্ষা ক্ষেত্রেও নীরব বিপ্লব ঘটিয়েছে। দেশ স্বাধীন হওয়ার পরেও একটি মাত্র টেক্সটাইল কলেজ ডিপ্লোমা সার্টিফিকেট প্রদান করত। দেরিতে হলেও তা স্নাতক ডিগ্রী প্রদান করার মর্যাদা পেয়েছে। কিন্তু দুঃখজনক হলেও সত্য সে কলেজ আর ডিগ্রি এদেশের মানুষ চিনতও না, জানতও না। অথচ যখন বাংলাদেশ গার্মেন্টস শিল্পের আন্তর্জাতিকভাবে অভূতপূর্ব সফলতা অর্জন করল, একটি শক্ত প্লাট ফরম সৃষ্টি করল, তখন সময়ের দাবিতে অতিদ্রুত প্রতিষ্ঠিত হল ১টি সরকারি টেক্সটাইল বিশ্ববিদ্যালয়, ৮টি সরকারি টেক্সটাইল বিশ্ববিদ্যালয় কলেজ, ২১টি বেসরকারি টেক্সটাইল বিশ্ববিদ্যালয় এবং আরো অনেক ট্রেনিং ইন্সটিটিউট। যেখান থেকে অসংখ্য ছাত্র/ছাত্রী বের হয়ে পুরো সেক্টরটাকে আরো সমৃদ্ধ করল। ইউরোপের শিল্প বিপ্লব নিঃসন্দেহে যুগান্তকারী ঘটনা কিন্তু বাংলাদেশে গার্মেন্টস শিল্পের বিপ্লব গল্পের হালকা বিষয় নয়। গার্মেন্টস শ্রমিকদের জীবনমান উন্নত করতে বর্তমান সরকারের সদিচ্ছার প্রতিফলন ঘটেছে। শ্রমিকদের বেতনভাতা বৃদ্ধি, কাজের পরিবেশ উন্নত, তাদের জীবনের নিরাপত্তা বিভিন্ন বিষয়ে বর্তমান সরকার কঠোরভাবে তদারকি করছে। তাজরিন, স্পেকট্রাম, রানা প্লাজার গার্মেন্টস ফ্যাক্টরিগুলোতে যেসব শ্রমিক নিহত, আহত ও নিখোঁজ হয়েছে তাদের ক্ষতিপূরণের ব্যাপারে বর্তমান সরকার বিজিএমইকে নির্দেশ প্রদান করেছে। এ শিল্প আমাদের উজ্জ্বল ভবিষ্যতের ইশারা। এ শিল্পকে নিয়ে কেউ যেন কোন রাজনীতি করতে না পারে এবং কোন অপরাজনীতির স্বীকার না হয় সেদিকে আমাদের সবার নজর দেওয়া উচিত।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.