নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আওয়ামী লীগ জনগণের জন্য কাজ করে,............।

আমি একজন ছাএ

রূপসা ০০৭

আমি একজন ছাএ

রূপসা ০০৭ › বিস্তারিত পোস্টঃ

ঢাকা মেডিক্যালে বোনম্যারো প্রতিস্থাপন শুরু ২৬ অক্টোবর, বর্তমান সরকারের সফলতায় দেশে প্রথম- থ্যালাসেমিয়া চিকিৎসাও হবে ॥

২১ শে অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৬:৩৮

দেশে প্রথমবারের মতো অস্থিমজ্জা প্রতিস্থাপন করা শুরু হবে আগামী ২৬ অক্টোবর। অস্থিমজ্জা প্রতিস্থাপন করার পরিকল্পনা নিয়ে কাজ করছেন বিশেষজ্ঞ চিকিৎসকরা। শুক্রবার থেকে স্টেমসেল সংগ্রহের কাজ শুরু করেছেন চিকিৎসকরা। এ পর্যন্ত ৪ রোগীকে অস্থিমজ্জা প্রতিস্থাপনের জন্য পর্যবেক্ষণে রাখা হয়েছে। রোগীদের শারীরিক অবস্থা অনুকূলে থাকলে রক্ত ক্যান্সার ও থ্যালাসেমিয়া চিকিৎসার এই আধুনিক পদ্ধতি ঐ তারিখেই প্রথম বাংলাদেশে প্রয়োগ করা হবে। রবিবার ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের দ্বিতীয় ভবনে অস্থিমজ্জা প্রতিস্থাপন কেন্দ্র আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়। অস্থিমজ্জা প্রতিস্থাপনের জন্য স্থাপিত কেন্দ্রে চিকিৎসা সেবার মান ও পরিবেশের কোন বিচ্যুতি ঘটানোর অবকাশ নেই। দেশের মানুষ যেন কম খরচে যুক্তরাষ্ট্রের মানের সেবা পায় তা নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট চিকিৎসক, নার্সসহ সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারীদের নির্দেশ দেয়া হয়েছে। বাংলাদেশে চিকিৎসাসেবার ক্ষেত্রে এই উল্লেখযোগ্য ঘটনা বাস্তবায়নে ইতোমধ্যে যুক্তরাষ্ট্র থেকে চিকিৎসক, নার্স এবং টেকনিশিয়ানদের প্রশিক্ষণ সম্পন্ন করানো হয়েছে। ৮ বিশেষজ্ঞ চিকিৎসক, ২০ বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত নার্স এবং ৫ টেকনিশিয়ানের একটি দল এই প্রতিস্থাপন প্রক্রিয়ায় জড়িত থাকবেন। এই কেন্দ্র স্থাপনে আর্থিক সহায়তা প্রদান করেছে এ কে খান ফাউন্ডেশন। কারিগরি ও জ্ঞানভিত্তিক সহায়তা প্রদান করেছে যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটস জেনারেল হাসপাতাল। চিকিৎসাসেবায় ধারাবাহিক সফলতার প্রেক্ষিতে বর্তমান সরকারের এই যুগান্তকারী পদক্ষেপ দেশব্যাপীর প্রশংসা কুড়িয়েছে।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.