নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি একজন সাধারণ মানুষ, যে তার দেশকে সবচেয়ে বেশি ভালবাসে এরপর পৃথিবীর সকল সৃস্টিকে।

মোঃ মাহমুদুর রহমান

আমি একজন সাধারণ মানু্ষ। আমি আমার বাংলাদেশকে ভালোবাসি।

মোঃ মাহমুদুর রহমান › বিস্তারিত পোস্টঃ

বাংলাদেশ আসলে কার? সাধারণ জনগণের নাকি দলীয় জনগণের?

০৫ ই নভেম্বর, ২০১৫ দুপুর ১২:০২

মাঝে মাঝে ভাবি বাংলাদেশে জন্মগ্রহণ করে কোন অপরাধ করলাম কিনা। বিদেশে থেকে সব সময় সব জায়গায় বাংলাদেশকে নিয়ে গর্ব করি কিন্তু দেশে ফিরার পর সেই গর্বটা থাকবে কিনা বুঝতে পারছিনা। এই কথা সবার জানা যে সরকারি যেকোন চাকরীতে নিয়োগের সময় দলীয় প্রভাব থাকে। কিন্তু প্রকাশ্যে সরকারি চাকরিতে নিয়োগের জন্য সেই প্রতিষ্ঠানের অনুষ্ঠানে প্রসাশনকে হুমকি দেওয়া প্রথম দেখলাম। আমার প্রশ্ন সরকারি চাকরী যদি শুধু দলীয় লোকদের জন্য হয় তাহলে আমরা যারা সাধারণ জনগণ তারা কি করবে?

বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের প্রতি ইঙ্গিত করে খায়রুজ্জামান লিটন বলেন, “এত শান্তিপূর্ণভাবে ক্যাম্পাস চালাচ্ছেন মনে করছেন আপনাদের দক্ষতা? না...আমরা যদি ইশারা দেই আপনাদের গদি উল্টাতে মহানগর আওয়ামী লীগের ২৪ ঘণ্টার বেশি সময় লাগবে না। তাকিয়ে দেখেন শাহজালাল বিশ্ববিদ্যালয়ের ছেলেদের, কী অবস্থা করেছে। তাকিয়ে দেখেন, জাহাঙ্গীরনগরে কী অবস্থা করে। তাকিয়ে দেখেন অন্যান্য বিশ্ববিদ্যালয়ে। কী অবস্থা করে ছাত্ররা। আমরা করতে দেই না বলে ক্রেডিটটা আপনারা নিতে চেষ্টা করবেন না, প্লিজ।”

উপরিউল্লেখিত কথা দ্বারা কি বুঝা যায়? তারমানে কি নিজেদের স্বার্থে রাজনৈতিক দলগুলো কি ছাত্রদের ব্যবহার করতেছে না?

‘আওয়ামী লীগদের নিয়োগ না দিলে গদি উল্টাতে সময় লাগবে না’

মন্তব্য ৪ টি রেটিং +১/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ০৫ ই নভেম্বর, ২০১৫ দুপুর ১:১৫

বিদ্রোহী ভৃগু বলেছেন: এত সোজা বাংলায় কইল! তাও বোঝেন না কেরে????

০৫ ই নভেম্বর, ২০১৫ বিকাল ৪:২৬

মোঃ মাহমুদুর রহমান বলেছেন: সোজা বাংলায় কইল বলেই তো খারাপ লাগছে। আগে তো কিছুটা আড়াল থাকত কিন্তু এখনতো সেই আড়ালটাও নাই।

২| ০৯ ই আগস্ট, ২০১৭ দুপুর ১২:৫৫

বিজন রয় বলেছেন: নতুন পোস্ট দিন।

১২ ই আগস্ট, ২০১৭ সকাল ১১:৩৩

মোঃ মাহমুদুর রহমান বলেছেন: অনেকদিন পর সামুতে আসলাম। ব্যসত্তার কারনে লেখা হয় না। ইন শা আল্লাহ আবার লিখা শুরু করব।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.