নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি একজন সাধারণ মানুষ, যে তার দেশকে সবচেয়ে বেশি ভালবাসে এরপর পৃথিবীর সকল সৃস্টিকে।

মোঃ মাহমুদুর রহমান

আমি একজন সাধারণ মানু্ষ। আমি আমার বাংলাদেশকে ভালোবাসি।

মোঃ মাহমুদুর রহমান › বিস্তারিত পোস্টঃ

টক বেগুন/আচারী বেগুন

০৯ ই সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১২:২৮





উপকরণ:
১। লম্বা বেগুন - ছোট হলে ভাল হয়। না হলে বড় বেগুন ছোট করে কেটে নিতে হবে।
২। সয়াবিন তেল - বেগুন ভাজার জন্য
৩। সরিষার তেল
৫। পেয়াজ কুচি
৬।পাচ ফোড়ন
৭। আদা ও রসুন বাটা
৮। টমেটো ক্যাচাপ
৯ ঝালের গুড়া
১০। কাচা মরিচ

প্রনালী:

প্রথমে বেগুনের দুইপ্রান্ত জোড়া রেখে মাঝখান দিয়ে চারভাগ করে নিন। এর পর বেগুন গুলো ডুবো তেলে ভেজে নিয়ে একটি পাত্রে উঠিয়ে রাখুন। আর একটি পাত্রে সরিষার তেল দিয়ে এতে পাচ ফোড়ন দিয়ে টেলে নিন। এর পর এতে পেয়াজ কুচি, আদা ও রসুন বাটা দিয়ে কষান। কষানো হয়ে গেলে এতে ঝালের গুড়া ও টমেটো ক্যাচাপ দিয়ে আর একটু কষান। এরপর এতে ভাজা বেগুন দিয়ে পাত্র ধরে নাড়া দিন। চামচ দিয়ে নাড়বেন না, তাহলে বেগুনের শেপ ভেঙ্গে যাবে। এরপর এতে পানি ও কাচা মরিচ দিয়ে ঢেকে দিন। ঝোল মাখামাখা হয়ে গেলে নামিয়ে ফেলুন।

মন্তব্য ৯ টি রেটিং +০/-০

মন্তব্য (৯) মন্তব্য লিখুন

১| ০৯ ই সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১২:৩২

সাদা মনের মানুষ বলেছেন: মনে হচ্ছে খেতে ভালোই হবে, আচার এবং বেগুন দুটিই আমার পছন্দের জিনিস।

২| ০৯ ই সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১২:৪৪

জাহিদ অনিক বলেছেন: দেখেই তো আর খেতে ইচ্ছে করছে না। উপরে তেল ভাসে !

০৯ ই সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১২:৪৬

মোঃ মাহমুদুর রহমান বলেছেন: আচার পছন্দ না করলে এটাও পছন্দ হবে না। আচারে তেল থাকবেই।

৩| ০৯ ই সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১:০১

আতোয়ার রহমান বাংলা বলেছেন: অনেক সুন্দর হয়েছে,
ধন্যবাদ
প্রতিদিনের খবর অনলাইনে পেতে চোখ রাখুন আজকের প্রসঙ্গ তে

৪| ০৯ ই সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১:১৩

এ.এস বাশার বলেছেন: আমি এখনো ........ করিনি সো আমার খুব কাজে দিবে,,,,,
ধন্যবাদ...

৫| ০৯ ই সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১:১৩

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
তেল দেখে ভয় পাচ্ছি।
ডাক্তার আমাকে তেল খেতে বারণ করেছেন।


০৯ ই সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১:৪৬

মোঃ মাহমুদুর রহমান বলেছেন: আপনার জন্য পরে তেল কম কোন রেসিপি দিব। এটা ট্রাই করেন না।

৬| ০৯ ই সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৩:২৮

রাজীব নুর বলেছেন: এই রেসিপি কি আপনার নিজের?

১০ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১০:৩৪

মোঃ মাহমুদুর রহমান বলেছেন: না। নিজে শিখে করেছি তাই দিয়েছি। তবে আমার মত কিছু মডিফিকেশান করেছি।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.