নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কুশীল-ব্লগ

সুশীল নয়, ইহা কুশীল ব্লগ

রুশন

সুশীল নয়, ইহা কুশীল ব্লগ

রুশন › বিস্তারিত পোস্টঃ

মাহমুদ রহমান ও সরকারের চরম শাস্তি চাই

১৩ ই এপ্রিল, ২০১৩ রাত ১:২৬

চরম শাস্তি চাই এজন্যে যে- মাহমুদ রহমান এরকম উস্কানীমূলক কর্ম ইউরোপে করলে তার শাস্তি হতো কমপক্ষে ১৪ বছর। সরকার এতো দেরীতে পদক্ষেপ নিয়ে চরম উদাসীনতা পরিচয় দিয়েছে।



চাইল্ড পর্ণো কেউ যদি ডাউনলোড করে এবং ধরা পড়ে তখন সে-ও পর্ণো প্রস্তুতকারকের অংশীদার হয়ে গেলো। সে ক্ষেত্রে ডাউনলোড যিনি করেছেন তাকে চাকুরীচ্যু করার পাশাপাশি ৪ বছরের কারাদন্ডে বিধান রয়েছে ইউরোপে। ব্লগের মতো অদ্ধায়িত্বশীল মিডিয়ার বিষয় দ্ধায়িত্বশীল গণমাধ্যমে প্রকাশের ইতিহাস নজিরবিহীন। ধর্মপ্রাণ মানুষকে উস্কে দিয়ে মাহমুদুর রহমান একাধিক হত্যাকান্ডের জনক হয়ে গেলেন; সেই সঙ্গে সরকারও।

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ১৩ ই এপ্রিল, ২০১৩ রাত ২:০৬

আমি মেহমান বলেছেন: ভাই, আপনার সাথে শাস্তির ব্যাপারে একমত। কিন্ত ইউরোপের ব্যাপারে দ্বিমত পোষণ না করে পারিনা।

সরকারের অপকর্ম বা স্কাইপির মত কেলেংকারী ছাপলে ইউরোপের কোন দেশেই শাস্তি হবেনা বলে আমার ধারনা। আপনি হয়ত ভাল জানেন। আমরা দেশের মানুষ বিদেশের খবর রাখি কম!

ব্রিটেনে ইরাক যুদ্ধে সরকারী বেইমানীর কথা পত্রিকায় ছেপে তুমুল আলোড়ণ তোলে বলে শুনছি - পত্রিকার কিছুই হয়নি। তথ্য এসেছিল ইন্টারনেট থেকে। ফ্রান্সে ইমিগ্রেশনে সরকারী গাফলাতির খবর ছাপায় মন্ত্রীর বিদায় নিতে হয়েছিল - নেত থেকে নেয়া খবরের ভিত্তিতে। জার্মানের আনেক পত্রিকা সরকারকে নিয়ে প্রতিনিয়ত খেলা করে - গনমাধ্যমের তথ্যনুসারে!

যতটুকু জানি, ইউরোপের বেশীর ভাগ পত্রিকাগুলো বিরোধী দলের দায়িত্ব পালন করে।

শুধু আমাদের দেশেই এর বিপরীত।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.