নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কুশীল-ব্লগ

সুশীল নয়, ইহা কুশীল ব্লগ

রুশন

সুশীল নয়, ইহা কুশীল ব্লগ

রুশন › বিস্তারিত পোস্টঃ

মসজিদ হতে মাইক অপসারণ কি অযৌক্তিক হবে!!!

১৩ ই এপ্রিল, ২০১৩ রাত ১০:০২

যে মাইক ব্যবহার করে সাঈদীকে চান্দে দেখা গেছে বলে ঘোষণা দেয়া হয়.......মানুষ মরা হয়....দেশ পুড়ানো হয়..... মসজিদে মাইকে ঘোষণা দিয়ে স্থানীয় গ্রামবাসীকে উত্তেজিত করা হয় .......মিথ্যাচার করা হয়.....দান-খয়রাত আর যাকাতের পয়সা দিয়া এমন মাইকের প্রয়োজনীয়তাই বা কতটুকু আর কতটুকুই বা ইসলামসম্মত !!!!



প্রসঙ্গত, গত বৃহস্পতিবার দুপুরে ভুজপুর থানার কাজীরহাটে আওয়ামী লীগের হরতালবিরোধী মিছিলে তাণ্ডব চালায় দুর্বৃত্তরা। কাজীরহাট মসজিদে কথিত হামলা ও আগুন দিতে সন্ত্রাসীরা ছুটে আসছে বলে মাইকে ঘোষণা দিয়ে স্থানীয় গ্রামবাসীকে উত্তেজিত করা হয়। এর জের ধরে চারদিক থেকে আওয়ামী লীগের নেতা-কর্মীদের ঘেরাও করে সশস্ত্র হামলা চালানো হয়। এতে তিনজন নিহত ও শতাধিক ব্যক্তি আহত হয়। পুড়িয়ে দেওয়া হয় শতাধিক গাড়ি। হামলার ঘটনায় ছাত্রলীগের মোহাম্মদ ফোরকান ও মোহাম্মদ রুবেল এবং আওয়ামী লীগের ফারুক ইকবাল নিহত হন।

মন্তব্য ৪৫ টি রেটিং +৮/-০

মন্তব্য (৪৫) মন্তব্য লিখুন

১| ১৩ ই এপ্রিল, ২০১৩ রাত ১০:০৬

নষ্ট ছেলে বলেছেন: গাঞ্জা জিনিসটা ভাল না, পারলে ছাইরা দেন।

১৩ ই এপ্রিল, ২০১৩ রাত ১০:১০

রুশন বলেছেন: গাঞ্জা খ্রাপ না। গাঞ্জা খাইলে মিথ্যাচার করন যায় না।

২| ১৩ ই এপ্রিল, ২০১৩ রাত ১০:১৩

উড়োজাহাজ বলেছেন: উস্কাণী দেওয়ার মতো ভালো একটা সাবজেক্ট পাইছেন। সরকার লুফে নিতে পারে!

১৩ ই এপ্রিল, ২০১৩ রাত ১০:২৪

রুশন বলেছেন: আলহামদুলিল্লাহ।

৩| ১৩ ই এপ্রিল, ২০১৩ রাত ১০:১৩

সিদ্ধার্থ. বলেছেন: গাঞ্জা খ্রাপ না। গাঞ্জা খাইলে মিথ্যাচার করন যায় না।

খাটি কথা । :D

১৩ ই এপ্রিল, ২০১৩ রাত ১০:২৫

রুশন বলেছেন: ট্রাই মার্তে পারেন।

৪| ১৩ ই এপ্রিল, ২০১৩ রাত ১০:১৮

নষ্ট ছেলে বলেছেন: হে হে তাইলে রিমান্ড নিয়া গাঞ্জা খাওয়া দিলেই চলে। সব সত্য গড়গড় কইরা বাইর কইরা দিব। এই থিওরি তাড়াতাড়ি পেটেন্ট কইরা নেন ;) নাইলে চুরি হইয়া যাইতে পারে!

অবশ্য ইহা গাজাখোড়ি থিওরি বলিয়াই গণ্য হইবে =p~ =p~ =p~

১৩ ই এপ্রিল, ২০১৩ রাত ১০:২৭

রুশন বলেছেন: হক কথা।

৫| ১৩ ই এপ্রিল, ২০১৩ রাত ১০:২৫

"চিত্ত যেথা ভয় শূণ্য, উচ্চ সেথা শির" বলেছেন: বেশী পেইড করছে মনে হয় তাই গাঞ্জার পুরিয়াও বেশী লাগাইছস

১৩ ই এপ্রিল, ২০১৩ রাত ১০:৩২

রুশন বলেছেন: ভাই আপ্নে কি চামার বংশীয়!!! তুই তুকারি শুরূ করিয়াছেন। তবে আমি নিশ্চিত আপ্নের মাথা লাইফবয় সাবান ভর্তি

৬| ১৩ ই এপ্রিল, ২০১৩ রাত ১০:২৮

দুষ্টু ছোড়া বলেছেন: পুরুষাঙ্গ থাকার কারনেই যত ধর্ষনের ঘটনা ঘটে, ঐটাও কাইট্টা দেওয়া যুক্তিপুর্ন।

আপনার প্রগতিশীল সমাজসংস্কারমুলক প্রস্তাবের সাথে এইটাও যুক্ত করে নেন।

১৩ ই এপ্রিল, ২০১৩ রাত ১০:৩৪

রুশন বলেছেন: আপ্নের বুদ্ধি তো অনেক!! পুংলিঙ্গ কি খয়রাতি পয়সায় কেনা !!!!

৭| ১৩ ই এপ্রিল, ২০১৩ রাত ১০:২৮

কাঠের ঢেকি বলেছেন: খারাপটা আগে দেখেন কেন?

১৩ ই এপ্রিল, ২০১৩ রাত ১০:৩৭

রুশন বলেছেন: আপ্নে আপনার পঁচা চক্ষুরেই বিশ্বাস করিতে হইবে। যাহা চক্ষুস্মান হইতেছে .............

৮| ১৩ ই এপ্রিল, ২০১৩ রাত ১০:৩৪

আশিকুর রহমান ১ বলেছেন: গন্জিকা বেশি খাইয়া ফেললে যা হয় আরকি? X( X(

১৩ ই এপ্রিল, ২০১৩ রাত ১০:৪২

রুশন বলেছেন: আলহামদুলিল্লাহ।

৯| ১৩ ই এপ্রিল, ২০১৩ রাত ১০:৩৪

িপয়াসস বলেছেন: আগে আপনার পরিচয়টা জামাকাপড় পইরা কনছাই X(

১৩ ই এপ্রিল, ২০১৩ রাত ১০:৪৩

রুশন বলেছেন: আপ্নেই কন

১০| ১৩ ই এপ্রিল, ২০১৩ রাত ১০:৩৭

কামালপ্রতাপ বলেছেন: আপনার সাথে একমত হতে পারলাম না।

১৩ ই এপ্রিল, ২০১৩ রাত ১০:৪১

রুশন বলেছেন: দ্বিমত পোষনের সৌন্দর্য্যই আলাদা। মতান্তর প্রানীধারযোগ্য ............হেপাজতে জামাতে ইসলামীর মতো রক্তারক্তি নয়....

১১| ১৩ ই এপ্রিল, ২০১৩ রাত ১০:৩৭

মৈত্রী বলেছেন: গাঞ্জা খ্রাপ না। গাঞ্জা খাইলে মিথ্যাচার করনের সময় বিবেকে বাঁধে না।

১৩ ই এপ্রিল, ২০১৩ রাত ১০:৪৪

রুশন বলেছেন: ঠিক জায়গায় আলো ফেলেছেন।

১২| ১৩ ই এপ্রিল, ২০১৩ রাত ১০:৩৮

আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
দূর মিয়া এইডা কিছু হইলো।
অন্য উপায় খুজতে হবে, যাতে মাইকের অপব্যবহার না হয়।

এদেশে দূর্ণীতি যারা করে তারা তো হাত দিয়েই করে নাকি, কলমের ব্যবহারে। হাত কেটে ফেলে দিলে কি মঙ্গল হবে?

১৩ ই এপ্রিল, ২০১৩ রাত ১১:০৫

রুশন বলেছেন: অন্য উপায় !!! ভোগা ভোগা শাস্তি হইতে পারে। মাইকের অপব্যবহারকারীরা নিজের পশ্চাৎদেশ দিয়া নিজেই বরূয়া বাঁশ ঢুকাইতে হইবে। ইহাকে ভোগা ভোগা শাস্তিদন্ড বলে

১৩| ১৩ ই এপ্রিল, ২০১৩ রাত ১০:৪৩

নষ্ট ছেলে বলেছেন: বাংলাদেশ গড়ে প্রতিদিন ১১ জন খুন হয়। কয়টা খবর পত্রিকায় আসে?
যেগুলো দিলে পত্রিকার কাটতি ভাল হবে সেগুলোই দেয়।

আমেরিকাতে হয় প্রতিদিন প্রায় ৪১ জন।

১৩ ই এপ্রিল, ২০১৩ রাত ১১:১০

রুশন বলেছেন: ki bolbo bolen!!! bloody capitalizam

১৪| ১৩ ই এপ্রিল, ২০১৩ রাত ১০:৫০

হুমায়ুন তোরাব বলেছেন: thappor diye dat falaye dimu.
ja tor baper deshe india ja halar po

১৩ ই এপ্রিল, ২০১৩ রাত ১১:০০

রুশন বলেছেন: halar po go back to fuckistan...you m..... fucker.
o'wise i'll give u vuga vuga...

১৫| ১৩ ই এপ্রিল, ২০১৩ রাত ১১:০১

রবিউল ৮১ বলেছেন: ব্লগে ছাত্রলীগ শিবিরের ফাইট বেশ ভালোই জমে।দুই দলই মিথ্যা হোক আর সত্য হোক প্রচারণায় ১৯-২০।দু ই দলের ফাইট দেখলে বি এন পি কে মনেই হয় না এরা দুইবার দেশে ক্ষমতায় ছিল।কিন্তু ফাইটের মাঝে হঠাত বাম আইসা প ড়লেই মজাই নষ্ট।কারণ তখনই উঠে গাজার প্রস ংগ ;) ;) ;)

১৩ ই এপ্রিল, ২০১৩ রাত ১১:৩৩

রুশন বলেছেন: ত বাম আইসা প ড়লেই মজাই নষ্ট। ভু ল বলছেন। বাংলাদেশে বাম নাই। বাংলাদেশে বাম থাকলে ধর্মভিত্তিক রাজনীতি বন্ধের জন্য আন্দোলন হইতো। পৃথিবীর মিমাংসিত সত্যের মুখোমুখি হওয়ার জন্য বাংলাদেশ এখনো প্রস্তুত না। আয় যারা ডান বাম নিয়া কথা বলে হাসাহাসি করে আমি নিশ্চিত তেনাগো মাথায় ব্রেইন নাই আছে ধর্মীয় উন্মাদনায় ভরপুর ওয়াশিংআপ লিক্যুইড

১৬| ১৩ ই এপ্রিল, ২০১৩ রাত ১১:০৮

অভি৯১৭৫ বলেছেন: মসজিদ হতে মাইক অপসারণ চাই না, চাই মাইকের সামনে থেকে মিথ্যুকদের অপসারণ।

১৩ ই এপ্রিল, ২০১৩ রাত ১১:৩৪

রুশন বলেছেন: আপ্নার কথা ঠিকাছে।

১৭| ১৩ ই এপ্রিল, ২০১৩ রাত ১১:৪৩

আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
বাম আছে।
পরজীবি হিসেবে আছে।
অন্যের মাথায় কাঠাল ভেঙ্গে খেতে আছে।
তারা অপেক্ষায় থাকে, তাদের আন্দোলন সরকার করে দেবে :)
আর সরকার ও কি সুন্দরভাবে তাদের হরতাল করে দেয়।
কিন্তু এইগুলা যে লীগের আসলে কোনো কাজে লাগবেনা, কে বুঝাবে।

১৩ ই এপ্রিল, ২০১৩ রাত ১১:৫২

রুশন বলেছেন: আপ্নে কি জানেন মহান মুক্তিযুদ্ধে সর্বাধিক বামপন্থীরা জীবন দিয়েছে।

লীগের আসলে কোনো কাজে লাগবেনা, কে বুঝাবে। কথাটা ঠিক না। বাম না থাকলে লীগ বি এন পি হয়্যা যাইতো। তালেবানী রাষ্ট্র হইতে কোনো সমস্যা হইতো না।

১৮| ১৩ ই এপ্রিল, ২০১৩ রাত ১১:৪৪

আিম আকাশ হবো বলেছেন: অভি৯১৭৫ বলেছেন: মসজিদ হতে মাইক অপসারণ চাই না, চাই মাইকের সামনে থেকে মিথ্যুকদের অপসারণ।

১৪ ই এপ্রিল, ২০১৩ রাত ১২:২৯

রুশন বলেছেন: ঠিক।

১৯| ১৩ ই এপ্রিল, ২০১৩ রাত ১১:৫৭

নিকষ বলেছেন: লেখক বলেছেন: আপ্নে কি জানেন মহান মুক্তিযুদ্ধে সর্বাধিক বামপন্থীরা জীবন দিয়েছে।

কত অজানারে!

অভি৯১৭৫ বলেছেন: মসজিদ হতে মাইক অপসারণ চাই না, চাই মাইকের সামনে থেকে মিথ্যুকদের অপসারণ।

১৪ ই এপ্রিল, ২০১৩ রাত ১২:৩১

রুশন বলেছেন: ধন্যবাদ।

২০| ১৪ ই এপ্রিল, ২০১৩ রাত ১২:১৯

রবিউল ৮১ বলেছেন: বাম না থাকলে লীগ বি এন পি হয়্যা যাইতো।---লেখক মনে হয় ভুলে গেছেন ১৯৬৯,১৯৭১ সালের লীগের ইতিহাস। এই দেশের জন্মের সাথে যাদের সম্পক তারা বামের উপর নির্ভর করেই ভূল করছে।লীগ খুব সুন্দর ভাবেই যুদ্ধপরাধের বিচার করছিলো,সব সুন্দর ভাবেই হ্যান্ডল করছিলো ,বিচার বিচারের মতোই চলছিলোকিন্তু বামেরা শাহবাগে বাম হাত দিয়াই সব শেষ করছে।বামগো সমস্যা হইলো তারা তো আর জনগনের লগে মিশে না।মিশে তো লীগ।তাই লীগরে তার মতো কাজ করতে দেয়া উ চি ত ছি লো।না দিয়া এখন নিজেরা তো ডুবছেই লগে লীগ কেও রিস্কে ফেলে দিছে সারা দেশে। তালেবানী রাষ্ট্র হইতে কোনো সমস্যা হইতো না।---তালেবানী রাষ্ট্র আর বাংলাদেশ খুবই দূরে।তবে বামরা যে ভাবে উস্কানী দিতাছে মনে হয় দুরত কিছুটা কমতাছে।

১৪ ই এপ্রিল, ২০১৩ রাত ১:০৪

রুশন বলেছেন: আমার কথা বোধ হয় পুরো ব্যাখ্যাত হয় নাই। রাজনীতির র-ইলিমেন্ট নিয়েই কিছু বলতে চাচ্ছিলাম আর কি!!! বামের র-ইলিমেন্ট লীগে না থাকলে লীগও বি এন পি হয়্যা যাইতো আসলে। লীগের আদর্শই বা কী!!! কী চায় সে!!! শুধু ক্ষমতায় যেতে চায়!!! যা হোক, দলীয় রাজনীতি আমার বিষয়ও না। জাতির এই ক্রান্তিকালে সরকারকে সমর্থনের পাশাপাশি বলবো_ গেলো দু মাস ধরে আস্তিক নাস্তিকের মতো বুদ্ধিহীন অথচ স্পর্লকাতর বিষয় নিয়ে সরকার চরম ব্যর্থতার পরিচয় দিয়েছে।
সৌখিন বাম আর পেটীবোর্জুয়া লীগের কথা বাদ দিয়া ভাবছি- কোন জগতের মানুষ আমরা......
এই মূর্খ জনগোষ্টী লইয়া কী করিব!!! আপনি কি কখনোই ভাবেন না- স্বাধীন বাংলাদেশে একজন
মাত্র শিবির কর্মীর জন্মগ্রহন মানে পুরো রাষ্ট্রের ব্যর্থতা। পলিটিক্যাল কম্পোনান্ট নিয়া গভীর বিশ্লেষণ জরুরী..........


আস্তিক নাস্তিকরা ব্রাহ্মণ্যবাদী


আস্তিক এবং নাস্তিক শব্দদ্বয়ের মূলে রয়েছে সংস্কৃত অস ধাতু, যার অর্থ (এগজিষ্ট) থাকা। অস্ থেকে অস্তিত্ব শব্দটির ব্যুৎপত্তি। যা আছে অর্থাৎ বস্তু ও বস্তুর শক্তিতে বা অস্তিত্বে যে বিশ্বাসী সেই আস্তিক। এ নিয়মে, প্রচলিত ধারণায় আমরা যাদেরকে নাস্তিক বলি তারা মূলত আস্তিক; কারণ তারা বিশ্বাস করে বস্তুতে, যুক্তিতে; । বস্তুতে যার বিশ্বাস নেই, যুক্তিতে বিশ্বাস নেই; বিশ্বাস আছে পরজন্মের র‌্যাব/পুলিশ এবং পরকালীন কমলা সুন্দরীদের প্রতি, প্রকৃত প্রস্তাবে তারা নাস্তিক; নিরঙ্কুশ নাস্তিক অথচ তাদের দাবী তারা আস্তিক।
শব্দের অর্থ, বর্ণ, গন্ধ নিয়ত বদল হয়; এটি একটি প্রক্রিয়া মাত্র। ‘গবেষণা’ শব্দটির উৎপত্তি যদিও ‘গরু খোঁজা’ থেকে, এখন যদি গবেষণারত কাউকে জিজ্ঞেস করা হয়- আপনি কী গরু সন্ধান করছেন? নিশ্চয়ই উত্তর আসবে না-সাদা, কালো বা চাঁদ-কপালী। বরং তিনি উচ্চস্বরে বলবেন-পি, এইচ, ডি করছি। এখন শুধু তিল, তিলক বা সরষেদানা ফাটিয়েই তৈল পদার্থ উৎপন্ন হয় না, সমুদ্র চিরে যে তৈলপদার্থ বের করা হয় তার নাম পেট্রোল, ডিজেল, লিডেড, আনলিডেড ইত্যাদি।
উল্লেখিত উদাহরণগুলো শব্দের স্বাভাবিক রূপান্তরের ক্ষেত্রে প্রযোজ্য। আস্তিক, নাস্তিক শব্দদ্বয়ের অস্বাভাবিক রূপান্তর ঘটিয়েছে ব্রাহ্মণ্যবাদী শক্তি, তাদেরই মৌলবাদী সামাজিক ও রাজনৈতিক প্রয়োজনে। পরবর্তী মৌলবাদীরা কেন যে শব্দদ্বয়কে লালন পালন সহ প্রয়োগ করবে না, তা আর বরার অপেক্ষা রাখে না।

২১| ১৪ ই এপ্রিল, ২০১৩ রাত ১২:৩৮

দ্রুতগামী উল্কা বলেছেন: ভালো বুদ্ধি, সরকার কিন্তু এই পরামর্শ কাজে লাগাইতে পারে। এইসব লোক এইটা বুঝবে না। যাই হোক আপনার বুদ্ধি আমার পছন্দ হইছে। :| :|

১৪ ই এপ্রিল, ২০১৩ রাত ১:০৫

রুশন বলেছেন: আলহমদুলিল্লাহ।

২২| ১৪ ই এপ্রিল, ২০১৩ রাত ১:০৭

মাজহারুল হুসাইন বলেছেন: দ্রুতগামী উল্কা বলেছেন: ভালো বুদ্ধি, সরকার কিন্তু এই পরামর্শ কাজে লাগাইতে পারে। এইসব লোক এইটা বুঝবে না। যাই হোক আপনার বুদ্ধি আমার পছন্দ হইছে।

১৪ ই এপ্রিল, ২০১৩ রাত ১:১০

রুশন বলেছেন: আপ্নিও একটা বুদ্ধি বিতরণ করেন। আপনার বুদ্ধি আমারটার চাইতে মজবুত হইতেও পারে। ধন্যবাদ।

২৩| ১৪ ই এপ্রিল, ২০১৩ রাত ১:৪৩

রবিউল ৮১ বলেছেন: লীগের আদর্শই বা কী!!! কী চায় সে!!! শুধু ক্ষমতায় যেতে চায়!!!---ভাই একটু ঠান্ডা মাথায় চিন্তা করে বলুন দেখি ক্ষমতায় যদি একটা দল যেতে না পারে তাহলে সে দলেই কি মূল্য?রাস্তায় দাড়িয়ে চিল্লা চিল্লি করে হাজার বছরেও কি কোন লাভ হবে না হইছে?
দু মাস ধরে আস্তিক নাস্তিকের মতো বুদ্ধিহীন অথচ স্পর্লকাতর বিষয় নিয়ে সরকার চরম ব্যর্থতার পরিচয় দিয়েছে। ---এই সরকারের বদলে যদি বি এন পি একই জায়গায় পড়তো এতক্ষনে পালাই তো।আর বামরা থাকলে নিশ্চিত যুদ্ধ শুরু হইতো।আলীগ বলেই বুদ্ধিমাত্তার জোরে টিকা আছে।
সৌখিন বাম আর পেটীবোর্জুয়া লীগের কথা বাদ দিয়া ভাবছি- কোন জগতের মানুষ আমরা......অন্যর সমালোচনা খুব সহজ কাজ।আপনি নিজে কি এর বাইরে কিছু চিন্তা করতে পেরেছেন?করতে পারলে বলেন দেখি বিকল্প কি?
মাত্র শিবির কর্মীর জন্মগ্রহন মানে পুরো রাষ্ট্রের ব্যর্থতা।---এই একটা কথা ঠিক আছে কিন্তু এর সমাধান যেখানে সেখানেও বামরা হাজির।রাষ্ট যদি শিবির ব্যতীত বি এন পি এ বং সব ইসলামী দলের সাথে বসে পরামর্শ করতো যে কিভাবে শিবির এর মোকাবেলা করা যায়,কিভাবে এই দেশকে ৭১ এর মতো হওয়া থেকে বাচানো যায় তাহলে আলেমরাই বলে দিতো।এটা আলীগ করতোও।কিন্তু যেই আলীগ এটা করতে যাবে(যেমন ২০০৭ এর নির্বাচনের সময় খেলাফতের সাথে চুক্তি) অমনি বামরা চিল্লায়া উঠবে দেশ গেলো,আদর্শ গেলো।আরে ভাই এত জালা দিলে তো দেশেই টিকে থাকা যাইবো না।বামরা এতি আদর্শ আদর্শ করে ভোট তো পায় না তো এত গোলমাল লাগায় কেন?
যাক ভাই ম্নে ক ষ্ট নিয়ে ন না।এই দেশের মানুষের ধর্ম কে সবার আগে শ্রদ্ধা করতে শিখেন,তবেই তার দিলে জায়গা হবে।মানুষের দিলেই জায়গা না পেলে আদর্শ দিয়া কি হবে?রাজনীতি তো এই মানুষগুলোর জন্যই নাকি?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.