নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কুশীল-ব্লগ

সুশীল নয়, ইহা কুশীল ব্লগ

রুশন

সুশীল নয়, ইহা কুশীল ব্লগ

রুশন › বিস্তারিত পোস্টঃ

হেপাজতে ইসলাম নেতা ফরহাদ মজহারের ফাঁসি চাই

১৮ ই এপ্রিল, ২০১৩ ভোর ৫:৪৪

বিবি খদিজার নামে আমি এই পদ্যটি লিখি:

বিসমিল্লাহ কহিব না, শুধু খদিজার নাম নেবো।

প্রভু, অনুমতি দাও। গোস্বা করিও না, একবার

শুধু তাঁর নামে এ পদ্যখানি লিখিব মাবুদ ।



নবীজীর নাম? উঁহু, তার নামও নেবোনা মালিক

শুধু খদিজার নাম- অপরূপ খদিজার নামে

একবার দুনিয়ায় আমি সব নাম ভুলে যাব

তোমাকেও ভুলে যাব ভুলে যাব নবীকে আমার।



চরণগুলো ফরহাদ মজহারের 'এবাদতনামা' কাব্যগ্রন্থ হতে সংকলন করা হয়েছে।





আপ্নেরা কন- এই নাস্তিকের ফাঁসির দাবী কি অযৌক্তিক!!!

মন্তব্য ২২ টি রেটিং +২/-১

মন্তব্য (২২) মন্তব্য লিখুন

১| ১৮ ই এপ্রিল, ২০১৩ ভোর ৫:৪৬

মোহাম্মদ হারুন বলেছেন:

১৮ ই এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৬:৪৫

রুশন বলেছেন: দালালী আর মূর্খতার কথা বাদ দিলে ভাবভঙ্গী কিন্তু খ্রাপ ধরে নাইক্যা।

২| ১৮ ই এপ্রিল, ২০১৩ ভোর ৬:১৮

কেমুসাস বলেছেন: এই কথা বললে নাস্তিক হওয়ার কারণ কি ভাই? নাস্তিকতার সংজ্ঞা একটু বলবেন কি?

১৮ ই এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৭:০৬

রুশন বলেছেন: আবাল কোনখানের। এই কথা বললে শুধু নাস্তিকই না, হেপাজতি সূত্রানুযায়ী মুরতাদ হয়ে যাওয়ার কথা। সংজ্ঞা আবার জিগায় !!!!!! বাল্যশিক্ষার সঙ্গে হেপাজতি শিক্ষা গ্রহণ করে যান। জেনে যাবেন।

৩| ১৮ ই এপ্রিল, ২০১৩ সকাল ৭:৫১

নিরীহ জন বলেছেন: পোস্টদাতার ইমানী জোশ টপকাইয়া পরতাছে। এই ইমানী জোশ থাকা ভালো। তবে এতদিন এই জোশ কোথায় ছিল?

১৮ ই এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৭:১০

রুশন বলেছেন: ঠিক। ইমানী জোশ ড্রাই হইয়া গেছিলো। হেপজতি আন্দোলনে জুসিলা হইছে।

৪| ১৮ ই এপ্রিল, ২০১৩ সকাল ৭:৫৭

কাজী মামুনহোসেন বলেছেন:

১৮ ই এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৭:২৫

রুশন বলেছেন: ভালো জিনিস যোগ করেছেন। মহান আল্লাহ এবং হযরত ইব্রাহীম এর সঙ্গে ফাজলামো করেও সে এখন হেপাজতী আলেম। হায়রে মোল্লার দল .....।

৫| ১৮ ই এপ্রিল, ২০১৩ সকাল ৮:১০

দায়িত্ববান নাগরিক বলেছেন: হেফাজতে জামাত গেলো কই?

১৮ ই এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৭:১৯

রুশন বলেছেন: আপ্নে মিস করছেন

সরকার বরাবরে হেফাজতের ১১৯ দফা দাবী

১.আম-জাম-কাঁঠাল-লিচু-শিরিষ-বট এই সকল মালাউন বৃক্ষ হত্যা করিয়া খেজুর আখরুট জাতীয় মুসলমান বৃক্ষ রুপনে সরকারকে উদ্যোগী হইতে হইবে।

২. সরকারের একমুখী নীতির কারণে মুক্তিযোদ্ধা-ভাতা প্রণীত হইলেও রাজাকার ভাতা প্রণীত হয় নাই। অবিলম্বে রাজাকার ভাতা ঘোষনা করিতে হইবে।

৩. বিদেশ হইতে টিস্যু আমদানী বন্ধ করিয়া ঢিলা ও কুলুপ ব্যবহার বাধ্যতামূলক করিতে হইবে এবং এ-প্রজন্মকে কুলুপ ব্যবহারে (নুনুতে ধরিয়া চল্লিশ কদম হাঁটা.......) উদ্ধুদ্ধ করিতে প্রতি বছর বাংলা একাডেমী প্রাঙ্গণে কুলুপ উৎসবের ব্যবস্থা করা সরকারের ঈমানী দ্ধায়িত্ব বলিয়া মনে করি।

৪. বেশি লেখাপড়া করিয়া ছেলে মেয়েরা শয়তানের ওয়াছওয়াছায় পড়িয়া নাস্তিক হইয়া যায়। তাই উচ্চশিক্ষা বন্ধ করিয়া ছেলে মেয়েকে নিম্নশিক্ষায় অনুধ্যায়ী হইতে হইবে। ( চলবে)


Click This Link

৬| ১৮ ই এপ্রিল, ২০১৩ সকাল ৮:১৯

তুহিন সরকার বলেছেন: সাবধান ওদেরকে নাস্তিক বলবেন না, ওদেরকে সার্টিফিকেট দেবার জন্য হেফাজতে ইসলাম আছে, আপনার কে আছে বন্ধু................
নয়তো আপনাকে নাস্তিক বানিয়ে দেবে।
শুভকামনা রইল।

১৮ ই এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৭:৩০

রুশন বলেছেন: ঠিক।



আপনাকেও শুভকামনা ।

৭| ১৮ ই এপ্রিল, ২০১৩ সকাল ৮:৩১

প্রকৌঃ মোঃ আতিকুর রহমান বলেছেন: "নিরীহ জন বলেছেন: পোস্টদাতার ইমানী জোশ টপকাইয়া পরতাছে। এই ইমানী জোশ থাকা ভালো। তবে এতদিন এই জোশ কোথায় ছিল?"

১৮ ই এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৭:৩২

রুশন বলেছেন: আপ্নে কী কন!!!!!

৮| ১৮ ই এপ্রিল, ২০১৩ সকাল ৮:৫০

আল-আমিন সেখ বলেছেন: নিঃসন্দেহে ফরহাদ খাদিজাকে কামাতুর দৃষ্টিতে প্রতিপন্ন করেছে এটা যদি পাপ বা নাস্তিকতার চেয়ে বেশি ধৃষ্টতা না হয় তবে দুনিয়ায় পাপ বলে আর কিছু নাই।

১৮ ই এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৭:৩৪

রুশন বলেছেন: আল-আমিন সেখ বলেছেন: নিঃসন্দেহে ফরহাদ খাদিজাকে কামাতুর দৃষ্টিতে প্রতিপন্ন করেছে এটা যদি পাপ বা নাস্তিকতার চেয়ে বেশি ধৃষ্টতা না হয় তবে দুনিয়ায় পাপ বলে আর কিছু নাই।



৯| ১৮ ই এপ্রিল, ২০১৩ সকাল ৯:২১

অেসন বলেছেন: @প্রকৌঃ মোঃ আতিকুর রহমান,@নিরীহজন 'ঈমানী জোশ' এর মালিকানা শুধু আপনাদের ?
অবশ্য বাংলার একমাত্র বুদ্ধিজীবি যদি নাস্তিক(স্বঘোষিত হলেও) হয় তাহলে চলবে কেন ? তাহলে মুক্তিযোদ্ধাদের সন্ত্রাসীর সাথে তূলনা করবে কে? অর্থ দিয়ে এরকম পিস বেশী পাওয়া যায় না।

১৮ ই এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৭:৩৬

রুশন বলেছেন: দিয়ে এরকম পিস বেশী পাওয়া যায় না। হক কথা কইছেন।

১০| ১৮ ই এপ্রিল, ২০১৩ সকাল ৯:৫৪

টিনের বাড়ী বলেছেন: এদের ঈমান একই । মিলেছে ভালো ।

১৮ ই এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৭:৩৭

রুশন বলেছেন: দালালী এদের ধর্ম।

১১| ১৮ ই এপ্রিল, ২০১৩ সকাল ১০:১৪

হাসানুর বলেছেন: তারাই সবসময় বলে আমরাই হচ্ছি সংশোধনকারী,অথচ এরাই জমিনে বিপর্যয় সৃষ্টিকারী !

১৮ ই এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৭:৩৯

রুশন বলেছেন: এরা বিপর্যয় সৃষ্টিকারী ! এরা হেপাজতে জামাতে ইসলাম।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.