![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
নতি
মূলঃআহমেদ ফারাজ
অনুবাদঃরায়ান নূর
হৃদতরঙ্গে নিত্য ঐশীচিত্ত বলে আমায়
মূর্তির যে প্রাণ সঞ্চারো তুমি শব্দে;
সেই নূরহৃদয়ে কখনো আঁকো চিত্ত―
যদিও কাঁদায় রক্ত ভরাও তোমার প্রজ্ঞায় ৷
হৃদয়ে নিত্য এই বাণী শুনি,শুনতে চাই,
নীরবভাষ্য আমাকে সেই তত্ত্বই শুনায়;
এমন ভাবনায় হার মানে আমার শিল্পসত্ত্বা―
নক্ষত্রকূল যেন আরো কিছু বলতে চায় ৷
©somewhere in net ltd.
১|
০৩ রা মে, ২০১৪ রাত ১২:৫১
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: আহমেদ ফারাজ কোন দেশের কবি? মূল কবিতা কি আরবী ভাষায়?