![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ঘাস হয়ে থাকতে চাই
রায়ান নূর
আমি ঘাস হয়ে থাকতে চাই
পৃথিবীর আদ্র মৃত্তিকায়
সবার কোমল পরশ পেয়ে;
পাশের কচিগাছগুলো বৃক্ষ হয়ে উঠুক,
তারা ফুল দিক, ফল দিক
জ্বলে উঠুক নক্ষত্রের মত
আর শোভিত হোক চারপাশ ৷
তাদের দেখে জুড়াক চোখ
আর ভরে উঠুক পিয়াসী অন্তর
তাদের পড়ন্ত হীরক-শিশিরে,
রৌদ্রদাহে তপ্ত না হোক অনুতপ্ত দেহ
সজল হয়ে থাকি অকারণ-প্রসাদে
তাদের ছায়ায় বেঁচে থাকি চিরকাল
গান গাই কাতারে দাঁড়িয়ে সবার ৷
কেউ যদি হানা দেয় পশুর মত
আমি নিশ্চিহ্ন হয়ে যাই পদতলে
তবু তারা বেঁচে থাকুক
আমার পত্রচূর্ণ হোক সগ্রাসে৷
কখনো যদি বৃক্ষ হবার সাধ জাগে
শত পদাঘাতে প্রাণবায়ু যদি না যায়;
তবে হব অশ্বথ এক,ফুল-ফলহীন
মায়া-দয়া-প্রেমহীন এক সম্রাট ৷
সকলের পিপাসার জল কেড়ে
একাকার হব,ছায়ায় রচিব মরুভূমি
পিয়াস-বেদনে সকলে হবে জীবন্মৃত
দাঁড়িয়ে থাকব একা আমি নিঃসঙ্গ ৷
সকল স্বপ্ন জলাঞ্জলি দিয়ে
সবুজের শতাব্দী-প্রবাহে
ঘাস হয়েই তুষ্ট আছি সহগে
নিঃশেষ হবার বাসনা নিয়ে
প্রাণবায়ু ত্যাগের অনন্ত মহিমায়—
তাই আমি ঘাস হয়ে থাকতে চাই ৷
২| ০৫ ই মে, ২০১৪ রাত ১১:০৭
রায়ান নূর বলেছেন: শুভেচ্ছা অনিঃশেষ ৷
©somewhere in net ltd.
১|
০৫ ই মে, ২০১৪ সকাল ৮:৪৮
লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: ভাল লাগা রেখে গেলাম কবিতায়