![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যৌবন হারিয়ে যাবে
রায়ান নূর
যৌবন হারিয়ে যাবে নিমিষে
পলকের অন্তরালে,
কেটে যাবে সময় নিদ্রাহীন
মোহের বেড়াজালে ৷
দোয়েলের গলা শুকিয়ে যাবে
কোকিল গাইবেনা গান,
চড়ুই পাখি নাচবে না'কো
শালিকের রবে না প্রাণ ৷
স্বর্ণলতা কুলে থাকবে না'কো আর
সোনালী রং ফিকে হলে পড়ে,
সূর্যের আলো ক্ষীণ হয়ে যাবে
পশ্চিম-সন্ধ্যায় দুর পথ ধরে ৷
চাঁদ আর ছড়াবেনা ঝলক
মেকি জোছনার আবেদন,
গ্রহণে গহীনে নিঃশেষ হবে
উতরিবে আশা হারা বেদন ৷
এভাবেই হারিয়ে যাবে যৌবন ৷
২| ০৫ ই মে, ২০১৪ রাত ১১:০৬
রায়ান নূর বলেছেন: আপনি যথার্থই বলেছেন৷
©somewhere in net ltd.
১|
০৫ ই মে, ২০১৪ সকাল ৮:৫৬
হাসান বিন নজরুল বলেছেন: যৌবনের পর জীবনও হারিয়ে যাবে কিন্তু আমরা কি মহানের দরবারে দাঁড়ানোর জন্য প্রস্তুত? আপনার কবিতার ভাষা এই প্রশ্নটাই মনে নিয়ে এলো