নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পর্বতের চূড়া বেয়ে উঠে গেছে আমার বৃক্ষের মগডাল

রায়ান নূর

কবি ও কথাসাহিত্যিক

রায়ান নূর › বিস্তারিত পোস্টঃ

প্রথম দেখা

০৭ ই মে, ২০১৪ ভোর ৫:০৮

 প্রথম দেখা

রায়ান নূর



তোমায় যেদিন প্রথম দেখেছি,

তখন এক অদ্ভুত অনুরাগে

মনে হয়েছে ,

তুমি আমার কত চেনা—



হয়ত কোন কালে এক সাথে

ঘর বেধেছি,দেখেছি কত স্বপ্ন,

আর রয়েছিলাম আজীবন ৷

তোমায় যেদিন প্রথম দেখেছিলাম

মনে হয়—তুমি কত চিরচেনা ৷

আত্নাটা আঁতকে উঠে এক অভিন্ন আনন্দে

সব খালি করে বের করে সামান্য শূন্যতা,

মিলতে চায় মেয়েটির সাথে আগের মত ৷



মেয়েটির চোখের দিকে তাকালে অনুভুতি

সব জড়ো হয় আবেগে,কত চিরচেনা—

সেই মেয়েটি,যাকে প্রথম দেখেছিলাম

এক ভাঙা প্রাচীরের উপর বসে থেকে,

সে যাচ্ছিল ধীর পায়ে রাস্তা দিয়ে ৷



সে খুঁজছিল আমারই বাড়ি এদিক-ওদিক

তবুও তার সন্ধান পায়নি ৷

আজো স্মৃতি নাড়া দেয়—

ভেসে ওঠে সজল চোখে

কত দিনের পরিচিত সে ৷



জোছনার আলোক প্রাচীর টপকে

আমার রন্ধ্রে প্রবেশ করে,

আর মোহনীয় আবেশে মনে হয়

দাঁড়িয়ে আছি এক স্বপ্নপুরীতে;

তখনও তার ছায়া দেখি ৷

হেঁটে যাচ্ছে জোছনাস্নাত রাস্তায়—

আমি দেখছি আজো প্রাচীরে বসে ৷



মন্তব্য ২ টি রেটিং +১/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০৭ ই মে, ২০১৪ সকাল ১০:৩৪

লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: দারুন লিখেছো ভাইয়া---------

২| ০৭ ই মে, ২০১৪ দুপুর ১:১২

(একজন নিশাদ) বলেছেন: +++

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.