![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
থেকো তুমি অচেনা
রায়ান নূর
থেকো তুমি অচেনা
দূরে থাক আরো
যত বেশি দূরে—
পাশে এলে হৃদয়টা আমার
জ্বলে পুঁড়ে যায়
সে ভাষা কখনো হবে না বলা ৷
তুমি কাছে থাকলে
চেনা চেনা মনে হয়
যেন দুজনের পুরোনো বাঁধন
তবু তুমি থেকো অচেনা—
তুমিও হয়ত হারিয়ে যাবে
ব্যথা দিয়ে যাবে
আর তোমার 'দুচোখের কোকিল-চাহনি
আমার ডায়েরির শূণ্য পাতায় আঁকা হবে
কিছুই লেখা হবে না তাতে ৷
সানজিদা,তুমি বড় অদ্ভূত!
মন কাঁড়ার অদ্ভূত ভঙ্গিমা তোমার—
মাঝে মাঝে বড় অবাক করে দেয়;
বুকের পুরোনো ব্যথাটা আবার জাগে
পরশ পেতে তোমার
ইচ্ছে হয় আবারো দেখি স্বপ্ন
তোমার ওই কাজল চোখে ৷
তুমি আজ শুধু মহাশ্বেতা আমার কাছে
প্রেম-পরিণয়-আশা শুধু বৃথা
ক্ষণিকের ভালো লাগাটুকু হারিয়ে যায়
তোমার কালো বোরখার আড়ালে ৷
তুমি হয়ত অন্য কাননের ফুল
ছিড়তে পারি না কখনো
মন চায় কাছে যেতে
তবু পবিত্র আত্না আমার
শুধু দেখে দেখে ফিরে আসে ৷
তোমায় বড় চেনা চেনা মনে হয়
তবু তুমি থেকো অচেনা
দূরে থেকো আরো বেশি দূরে
কোনকালে হয়ত দেখা হবে না আর ৷
সানজিদা,তুমি রমণীয় রমণী
কত সুক্ষ্ণ তোমার চোখের ভাষা
কণ্ঠে কি যে অমৃতের স্বাদ
আগে কখনো নজরে আসে নি এমন ৷
শীতে অতিথি পাখিরা যেমন খেলা করে
বৃহৎ সরোবরে কিংবা কোন নদীতে
তেমনি তুমি খেলা কর
আমারই অন্তরে ৷
তুমি তোমার মনের মতন কবিতা চেয়েছিলে
অথচ দিতে পারিনি কিছুই
লিখতে পারিনি আজও
ডায়েরির পাতাগুলো শূণ্য পড়ে আছে
তবু যে তোমায় ভুলতে পারি না ৷
তোমাকে কত রাগাই ইচ্ছে করে
তুমি জানো না তার কিছুই—
তোমার রাগ বড় ভালো লাগে আমার;
তোমারই রাগের অগোচরে
খেলা করে বজ্রের হাসি
উঁকি দেয় বিজলীর ঝলকানি
তাই আমার বড় পাওয়া
এই নিঃসঙ্গ-একাকি জীবনে আমার ৷
তোমার রূপের উপমা তুমি জানো না
আমি জানি কাল থেকে কালান্তরে
একে একে যদি লিখি
তবে তা হবে মহাকাব্যসমান
কিন্তু আমি এক শব্দহীন কবি
যদি লিখি কিছুই হবে না লেখা ৷
তুমি যখন হেঁটে যাও
আমি কত তাকিয়ে দেখি
তুমি তার কিছুই জানো না
তবু মনের কথাগুলো গোপনে রেখে
করে চলেছি কত অভিনয় ৷
সানজিদা,তুমি কেমন করে হাসো?
সেই হাসিতে যৌবন ঝরে পড়ে
আর হাহাকার করে হৃদয় আমার
তবু বলিতে পারি না কিছুই;
শতবর্ষ ধরে জ্বলছি প্রেমের আগুনে
তবু ধরা দিলে না আজো
বড়ই ক্লান্ত আজ ৷
যেদিন বর্ষায় ঝর ঝর বৃষ্টি নামবে
আমি তলিয়ে যাবো পিপাসার সাগরে
তোমার বোতলের একটু জল
দিবে কি আমার ঠোঁটে?
আমার এ অনন্ত তৃষ্ণা
মিটে না যে সাগরের জলে ৷
তুমি হাসছ?হাসো—
দু'চোখ ভরে দেখব সে হাসি
যতক্ষণ তুমি আছো পাশে ৷
আমার হৃদয়টা যদি আয়না হত
দেখতে কত দাগ লেগে আছে
কেমন অনুজ্জ্বল আর কালচে
তোমার রূপ সেখানে নিমিষে হারিয়ে যাবে
অথচ তুমি টেরই পাবে না ৷
তোমাকে আজও কেমন চেনা চেনা মনে হয়
দেখলেই কেঁপে ওঠে বুকের বামপাশ
অথচ অভিনয় করে চলেছি কেমন
তুমি কখনো জানতে চাওনি ৷
তুমি থেকো অচেনা
দূরে থেকো,বহুদূরে—
তোমার দৃষ্টিতে পুঁড়ে যাবো আমি
পিপাসায় হবো আরো একাকার,
তোমার পরশে জ্বলে যাবো নিয়ত
আসবে অচিরেই মরণ আমার৷
তুমি দূরে থাকো
যত বেশি আর শতাব্দীর কিনারে —
Mar 20,2014
4:43 AM
©somewhere in net ltd.