![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
লাভা
রায়ান নূর
কাঠের কোঠরে কীটের নির্লজ্জ সহবাস
ক্ষোভের অনলে জ্বলে মৃত্তিকা নীরবে
পাথর হয় ভৃত্যের মত-
অকারণে কারণ নেই,দৃষ্টির অভিশাপ;
লোহা গলে যায় সইতে না'রি রাগ
মিলেনা সে পুরনো ক্ষত ৷
ধেয়ে আসে জলের বেগে সবুজে
মৃত্তিকার চরণে হয় কীটের কবর
কত বাসর জ্বলে অনলে;মাতম!
সূর্য দেখে মৃত্তিকার নগ্ন তরল দেহ
বাহবা দেয়:প্রাণের নেই খবর ৷
দৃষ্টি দীপ্তিময় অন্যের চোখে যতক্ষণ
তুচ্ছ তাতে মিলনসুখ,ভালো মরণ৷
©somewhere in net ltd.