![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
শেষ বিকেলের সূর্য
রায়ান নূর
প্রিয়া বলে কেউ নেই তাই
প্রিয় হবার বাসনা জাগে না আজ ৷
বাতায়ন পাশে
রোজ বকুল কত
ঝড়ে পড়ে প্রভাতে,
দুপুরের ক্লান্ত হৃদয়ে শুঁকেছি সেই বাসীগন্ধ
বিকেল নেমেছে আজ,সেই ফুল গেছে পঁচে
ঘুমে চোখ জড়িয়ে আসে হারিয়ে সব ছন্দ
বিকেল যেন হৃদয়ে গেছে সেই বিরহ রচে ৷
দৃষ্টিটা আজ ভ্রমে,চশমার প্রলেপে আঁটা মন
দেখলে নিদারুণ যাতনা অতি কাছে অণুক্ষণ ৷
দেখিনা কাছের জিনিসে
দর্পনে ব্যাঘাত কত
আলো যখন তফাতে ৷
সুন্দর তাই দেখি না ভালো আজকাল বেশি
ভালো লাগে তবু বিকেলে ঘুরতে ঘুমের পড়
বড় ক্লান্ত,বড় কষ্ট হয়,কত জরাগ্রস্থ সব পেশি
কাছে আসেনা আজ অতনু,সবাই হয়েছে পর ৷
রাত লাগলে দেখেছি মোমবাতির শিখা
গলে যায় নিজে জ্বলে রেখে রসহীন মজ্জা
তেমনি আমি মুষরে যাই তাপহীন বিকেলে ৷
প্রিয়া বলে কেউ নেই তাই
প্রিয় হবার বাসনা জাগে না আজ ৷
©somewhere in net ltd.
১|
০৯ ই মে, ২০১৪ সকাল ৭:৪১
পংবাড়ী বলেছেন: সব বাসনাই পুর্ণ হবে; কবিতা ভালো লেগেছে।