![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
একটি রাত
রায়ান নূর
পড়ন্ত বিকেলে চায়ের কাঁপে
চুমুক দিতেই
গড়িয়ে এলো সন্ধ্যা সাতরঙে,
ক্লান্তবেলা আর অবচেতন হৃদয়
খুঁজে পেল তার শাশ্বত মহিমা
মুহূর্তের বন্দীশালায় ৷
শাহারজাদী পারস্যরাজের কাছে
যেমন চেয়েছিল একটি রাত
ছলনার জাল পেতে
হাজার রাতের সূচনালগ্নে,
শাহরিয়ার শিশুহৃদয় তখনো বোঝেনি
হেরেমের রাণীর জীবনভিক্ষার
করুন প্রার্থনা ৷
আমিওচলে গেছি সে মোহময় রাজ্যে
ক্লান্ত আর বিষন্নতার অবসরে—
ঢলে পড়েছি নিদ্রায়
আত্নতৃপ্তির অসম বেড়াজালে
খুঁজিনি সে রাতের গভীরতা ৷
©somewhere in net ltd.