![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
হৃদয়-ঘড়ি
রায়ান নূর
হৃদয়-ঘড়ি,
বৃষ্টির ফোটার মত বেজে চলেছে
কোথায় তার শুরু? কোথায় শেষ?
কোন তারে বাধা আছে সে?
কে তার মালিক? কেবল প্রশ্ন ৷
আমি কাঁদি-হাসি সাঁঝ-প্রহরে
তবু বিকারের চিহ্ন নেই তার ৷
প্রাসাদের ফরাস বিছানায়
কিংবা রাস্তায়
কাঙালের মতো হেঁটে চলি যখন
তখনো কত নিখুত সে স্পন্দন ৷
কোন ত্রুটি নেই,বিশ্রাম নেই,
নেই কোন অবসর যুগে যুগে
কেবল সেই শব্দ, সেই সুর
বেজে চলেছে অবিরাম ৷
কারাগারে বন্দী,
রক্ত-স্রোত,
কেঁদে কেঁদে ব্যাকুল ,
তবু ক্ষান্ত হয় না নিমিষে ৷
হায় হৃদয়-ঘড়ি!
ভালোবাসা—দ্রোহ,ক্রোধ— বধে
তুমি জড়ালে না যদি
কেমন আমি জানব কী করে?
বিশ্বাসের যন্ত্র তোমাকেও হার মানায়
তবু তোমাতে ভরসা রাখি
সুখে হোক,দুঃখে হোক ক্ষান্ত হও
তুমিই আমার সাথি অন্তিমের ৷
©somewhere in net ltd.