নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পর্বতের চূড়া বেয়ে উঠে গেছে আমার বৃক্ষের মগডাল

রায়ান নূর

কবি ও কথাসাহিত্যিক

রায়ান নূর › বিস্তারিত পোস্টঃ

কথপোকথন

১৭ ই মে, ২০১৪ রাত ৮:২৩

কথোপকথন

রায়ান নূর



পড়ন্ত বিকেল বেলায়

দিগন্তরবি পশ্চিম গগনে

লোহিত বরণ,

কৃষ্ণচূড়া বৃক্ষের তলায়

শানবাধা ঘাটে মধুমনে

যুগলের কথন ৷

দুই যৌবনা তরুন-তরুনী

বলে অতীব উপকাহিনী

চেয়ে মুখাবয়বে

হেসে বলে যেমতি ঘরনী

প্রিয়তম,মধুর সোহাগিনী

কবে স্বামী হবে ?

এমন সময়ে

বিমোহিত কৃষ্ণচূড়ার পাপড়ি

গভীর অনুরাগে

বৃন্ত ছেড়ে পড়ে গেল হাতে



জলহৃদয়ে

তরুন তারে নিল জাপরি

নিত্য গুলবাগে

এমনই ফুল ফোটে তাতে ৷



তরুন হেসে বলে প্রিয়তমে,

তোমায় ছেড়ে থাকি কেমনে?

তুমিতো ভোরবেলায় গোলাপ,

বৈকালে কৃষ্ণচূড়ার পাপড়ি

বসন্তে ভরা আজও গুলিস্তান

আমার কাছে তুমিও তেমনে ৷



তরুনী না বোঝে তত্ত্বজ্ঞান

না জানে ভেদ,হেসে তবু বলে

প্রিয়তম,

এমনি থাকতে বড় ইচ্ছে করে

কৃষ্ণচূড়া নয়,গোলাপও নয়

শুধু পাপড়িতেই তুষ্ট জীবন

থাকো আমায় জড়িয়ে ধরে ৷



মন্তব্য ১ টি রেটিং +১/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ১৭ ই মে, ২০১৪ রাত ৮:৩৯

অরুদ্ধ সকাল বলেছেন:

ভ্রাতা কিন্চিৎ ভালো লাগিল :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.