নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পর্বতের চূড়া বেয়ে উঠে গেছে আমার বৃক্ষের মগডাল

রায়ান নূর

কবি ও কথাসাহিত্যিক

রায়ান নূর › বিস্তারিত পোস্টঃ

অমৃত ভারতি ―২

২৯ শে জুন, ২০১৪ রাত ১০:১৪

অমৃত ভারতি ―২



রায়ান নূর



25৷



গায়ে তুমি সুবাস মাখো

ঢাকতে নিজের বদনাম

গন্ধে সবাই মাতোয়ারা

এইতো সেই মেকি কাম ৷



26৷



ফুলবাগানে হাটলে রাতে

গায়ে লাগে সুবাস তার

বউরে সুধাও মেকি কথা

হয় কি তাতে গুপ্ত আর ৷



27৷



সূর্য চলে ঊষা ঠেলে

গোধূলিতে হয় পতন

যে বেশে সে আসে ছেড়ে

শেষেও সে একই মতন ৷



28৷



মর্গে যত লাশ মানুষের

মন তার বাজারে

কঙ্কালেতে সাধ মিটে না

গিয়ে দেখ কবরে ৷



29৷



মরলে কেও স্বস্তি লাগে

কাঁদো স্মৃতির তাড়নে

মরে যে সেই তো জানে

মরণ হয়না মরণে ৷



30৷



লুঙ্গি পড়ে বাবুয়ানা

যেন অতি ভদ্রলোক

কাছার মাঝে চলে কত

শয়তানের ইহলোক ৷



31৷



হাসিই সত্য জগৎ জুড়ে

কান্নার কী দাম আছে

মেকি হাসি মেকি কান্না

চক্রসূত্রে অতি কাছে ৷



32৷



আমার চুল তোমার বাবার মত

ঝরবে যেদিন বাতাসে

তোমাতে আমাতে মিল কত

দেখবে সেদিন হতাসে ৷



33৷



পাকুর গাছে খেজুরগাছ

স্বাস্থ্য তার বাবুয়ানা

তাতেও কত খেজুর ধরে

দেখ সেসব মুন্সিয়ানা ৷



34৷

গৃহস্থের রাখাল হয়ে গরু খুজি

মুখে পুরি খিলিপান

তৃপ্তির তোষামুদে মালিক ভুলে

দিন করছি গুজরান ৷

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.