নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পর্বতের চূড়া বেয়ে উঠে গেছে আমার বৃক্ষের মগডাল

রায়ান নূর

কবি ও কথাসাহিত্যিক

রায়ান নূর › বিস্তারিত পোস্টঃ

বেচেরাগ

৩০ শে জুন, ২০১৪ রাত ১০:৪০

বেচেরাগ

রায়ান নূর



একটি প্রখর-বাস ঘোড়ার বেগে ছুটে যাচ্ছে

আমি তার যাত্রী কেবল! নইতো চালক―

জানালায় কাচের ধার ঘেষে ঘেষে

উজ্জল গাছগুলো মুহূর্তে ঝাপসা হয়ে

ছুটে পালাচ্ছে প্রদীপ্ত স্রোতে

যেন

আমার জীবনের এক একটা সোনালী মুহূর্ত

হারিয়ে যাচ্ছে দূর-গন্তব্যে ফিল্মের ফিতের মতো;

তবুও কিছুই পড়ছেনা মনে―



আমার বাগানে কত বসন্ত আসে

ফুল ফোটে কত তাতে নিত্যদিন

তার সুবাসে ভরে যায় এ হৃদয়

তবু একটি ফুলের পরশ পরে না বুকে

শুকনো তপ্ত রয়ে যায় তৃষ্ণার্ত-জলধার ৷



কত ভ্রমর গোচরে-অগোচরে লয় তার মধু

আমি চেয়ারে বসে দেখি সেই দৃশ্য

জানালা দিয়ে ছুটে যায় পুরনো একখানি ছবি;

বেচেরাগ!বেচেরাগ!!বেচেরাগ!!!

সূর্য অস্তগগনে―

ছবিগুলো সব কোথায় মিলিয়ে গেল

কিছুই চোখে পড়ে না,

চশমাটুকু সফেদকাপড়ে মুছি পুনশ্চ

হৃৎপন্ডের শব্দটুকু কেবলই অবশিষ্ট

হঠাৎ সেই বাগান!গাছগুলোর ক্ষিপ্ত গতি!!

সেই বাসের ছুটে চলা অবিরাম!!!

দেখছি চোখের পাতায় হারানো কিছু স্মৃতি

চারদিকে কেবল আলো ভরা ঘোর-অন্ধকার―

বেচেরাগ!বেচেরাগ!!বেচেরাগ!!!

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.