নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পর্বতের চূড়া বেয়ে উঠে গেছে আমার বৃক্ষের মগডাল

রায়ান নূর

কবি ও কথাসাহিত্যিক

রায়ান নূর › বিস্তারিত পোস্টঃ

আজরাঈলের চোখ

০৫ ই জুলাই, ২০১৪ রাত ১০:৪৮

আজরাঈলের চোখ

রায়ান নূর



বাইশ বছর গেল ঘুমিয়ে ঘুমিয়ে

পঁচিশের ডগায় মন হল চেতন

সংসারে তাই গা না ভাসিয়ে

পাঁচটি বছর করেছি বিনোদন ৷



চাকরীর নেশা,সংসার-জ্বালায়

কুঁকরে যখন মরছি দশে

হঠাৎ জাগল বিদ্যার কেতন

পড়ছি তাই চল্লিশে বসে ৷



দৌড়ের উপর টাকার চিন্তা

দিবসে খাদ্য অনেষণ

হলনা বিদ্যা পেকেছে চুল

অশান্তিতে মন বিলক্ষণ ৷



পঞ্চান্নই জড়সড় জেকে বসি

দেশের কাজ করতেই হবে

লিখতে বসেছি কয়েক বই

কলম ধরলে আসে ইতিকথা জীবনের

প্রাণ আছে তবু তার মানুষ কই ৷



কিছুই হলনা লেখা সকলি রইল পড়ে

ষাটের ঘাটে সবে পড়ল পা

লোকে দলে দলে বাড়িতে সুধায়

পরকালে যত সুখের শিরোপা ৷

সব ছেড়ে বসে পড়ি জায়নামাজে

হারিয়েছে সকল খেয়াল

কিছুই থাকেনা মনে দেখিনা ভালো

সামনে দোযখের দেয়াল ৷



হঠাৎ বাড়িতে জেগেছে কেন

মৃত্যুর শোরগোল

সবই তো রয়েছে পড়ে

কীসে এত গন্ডগোল ৷



পুরনো হিসেবগুলো মিলিয়ে দেখি

বারান্দার চৌকিতে শুয়ে

সবই ঠিক জীবনের বিচারে

কেবল বয়সটুকু গেছে খুয়ে ৷



কেউ আমারে চিনে কি আজ

দিতে তো পারিনি কাওকে সুখ

যা পেয়েছি লুফে নিয়েছি তাই

হঠাৎ দেখি আজরাইলের চোখ ৷





মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.